spot_img

― Advertisement ―

spot_img

খুবির ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে, তারিখ নিয়ে সিদ্ধান্ত এই সপ্তাহে

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় ও তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও তারা নিজস্ব পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা...
প্রচ্ছদসারা বাংলাজয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

জয়পুরহাটে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আল আমিন, জয়পুরহাট জেলা প্রতিনিধি: দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই অংশ হিসেবে জয়পুরহাটে পরিচালিত এক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছে সেনাবাহিনী।

শনিবার (৪ অক্টোবর) রাত ৯টা ৩০ মিনিট থেকে রবিবার (৫ অক্টোবর) রাত ১টা পর্যন্ত নওগাঁ জেলার বদলগাছি উপজেলার জগদীশপুর ইউনিয়নে ১১ পদাতিক ডিভিশনের জয়পুরহাট আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে মেজর ওয়াজেদের নেতৃত্বে বিশেষ এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে জয়পুরহাট ও নওগাঁ জেলার সীমান্তবর্তী জিরো পয়েন্ট এলাকার এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— মোঃ ফারুক হোসেন (৫১), পিতা মোঃ আবু বক্কর, মাতা মোছাঃ আবেদা খাতুন, গ্রাম জামালগঞ্জ, জেলা নওগাঁ। মোছাঃ স্মৃতি আখতার রুমি (৪৪), স্ত্রী মোঃ ফারুক হোসেন, পিতা হাবিবুর রহমান, মাতা মোছাঃ মানতা বেগম, গ্রাম মন্ডলপাড়া, নারায়নপাড়া, জয়পুরহাট সদর।

আরও পড়ুনঃ রাজশাহী কলেজের শাখাওয়াত পেলেন ‘স্টার এক্সিলেন্স অ্যাওয়ার্ড–২০২৫’

অভিযানে ৫৮৯ পিস ইয়াবা ট্যাবলেট (আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৭৬ হাজার ৭০০ টাকা) এবং মাদক বিক্রির নগদ ৬ লাখ ৫২ হাজার ৫০ টাকা উদ্ধার করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত মালামাল ও আটক দম্পতিকে বদলগাছি থানার এসআই মোমিনের কাছে হস্তান্তর করা হয়।

বদলগাছি থানা পুলিশ জানায়, এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং সেনাবাহিনীর সহযোগিতায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।