spot_img

― Advertisement ―

spot_img

খুবির ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে, তারিখ নিয়ে সিদ্ধান্ত এই সপ্তাহে

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় ও তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও তারা নিজস্ব পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা...
প্রচ্ছদসারা বাংলাচট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি: খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

চট্টগ্রামে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি: খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

চট্টগ্রামের খাতুনগঞ্জে সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টায় খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

খাতুনগঞ্জের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স নুরুল ইসলাম অ্যান্ড ব্রাদার্সের স্বত্বাধিকারী মোসলেম উদ্দিনের পক্ষে তাঁর আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল গালিব লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, দীর্ঘদিন ধরে ব্যবসায়ী মোসলেম উদ্দিন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করছেন। কিন্তু ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর কিছু স্বার্থান্বেষী মহল সাংবাদিক পরিচয় ব্যবহার করে তাঁকে ‘ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা চালাচ্ছে।

তিনি আরও বলেন, ওই ভুয়া সাংবাদিকরা মোসলেম উদ্দিনের বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের সঙ্গে তোলা ছবি বিকৃত করে, ভিডিও সম্পাদনা করে ২৮ সেকেন্ডের বিভ্রান্তিকর নিউজ তৈরি করে তাঁর ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠায়। এর মাধ্যমে তাঁকে ভয়ভীতি দেখিয়ে বিপুল অঙ্কের চাঁদা দাবি করা হয়।

আরও পড়ুনঃ ফুলবাড়ীতে ভারী বৃষ্টিতে সবজি চাষিদের মাথায় হাত

চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ওই সাংবাদিক পরিচয়ধারীরা তাঁর অফিসে গিয়ে হুমকি দেয় ও প্রাণনাশের ভয় দেখায়। পরে মোসলেম উদ্দিন চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধি ৩৮৫/৫০৬(২) ধারায় মামলা দায়ের করেন।

পিবিআই তদন্ত শেষে প্রতিবেদন জমা দিলে আদালত দুইজন ভুয়া সাংবাদিকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তারা হলেন—ইফতেখার করিম চৌধুরী ও মাজেদুল ইসলাম। এর মধ্যে মাজেদুল ইসলাম গত ৫ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করলে তাকে জেলহাজতে পাঠানো হয়, অপর আসামি পলাতক রয়েছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ব্যবসায়ীরা অভিযোগ করেন, সম্প্রতি খাতুনগঞ্জে এই ধরনের ভুয়া সাংবাদিক ও চাঁদাবাজদের দৌরাত্ম্য বেড়ে গেছে। তারা আদালত, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রকৃত সাংবাদিক সমাজের কাছে আহ্বান জানান—এই চাঁদাবাজ চক্রের মূল হোতাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।