spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে মা-মেয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ১

রামগঞ্জে মা-মেয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে আটক ১

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জে চাঞ্চল্যকর মা-মেয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে সোহেল রানা (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) রাতে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের শ্রীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সোহেল রানা নিহতদের আত্মীয় এবং একই বাড়ির মোজাম্মেল হোসেন বাহারের ছেলে বলে জানা গেছে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, জিজ্ঞাসাবাদের জন্য সোহেল রানাকে আটক করা হয়েছে। হত্যার কারণ ও পেছনের রহস্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে, হত্যাকাণ্ডের ঘটনায় নিহত জুলেখা বেগমের স্বামী ব্যবসায়ী মিজানুর রহমান শুক্রবার রাতে রামগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

শুক্রবার দুপুরে জেলা সদর হাসপাতালে নিহত মা-মেয়ের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে বাদ মাগরিব জানাজা শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

আরও পড়ুনঃ নকলায় হামদ-নাত ও কেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

এ সময় জানাজায় উপস্থিত থেকে ১২ দলীয় ঐক্যজোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম প্রশাসনকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন। তিনি বলেন, “৭২ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তার করতে না পারলে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে থানাঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের খামারবাড়িতে দুর্বৃত্তরা ব্যবসায়ী মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম (৫৫) ও কলেজ পড়ুয়া মেয়ে তানহা আক্তার মীমকে (১৯) নির্মমভাবে জবাই করে হত্যা করে। ঘটনার সময় বাড়িতে মা-মেয়ের বাইরে কেউ ছিলেন না। নিহতদের স্বামী ও ছেলে সোনাপুর বাজারে ব্যবসা করছিলেন।