spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদসারা বাংলানওগাঁর মহাদেবপুরে কোরবানির জন্য প্রস্তত প্রায় ৭৮ হাজার পশু

নওগাঁর মহাদেবপুরে কোরবানির জন্য প্রস্তত প্রায় ৭৮ হাজার পশু

মোঃ রমজান হোসেন নওগাঁ জেলা প্রতিনিধিঃ মুসলিম উম্মাহর পশু জবেহ করে ত্যাগের মধ্য দিয়ে পালিত পবিত্র ঈদুল আযহা।যা কোরবানির ঈদ নামে পরিচিত মুসলিমদের কাছে।পবিত্র ঈদুল আযহার আরো বেশ কিছুদিন বাকি রয়েছে।ঈদ কে সামনে রেখে ধর্মপ্রাণ মুসলিমরা কিনছেন কুরবানীর পশু।

এরই ধারাবাহিকতায় নওগাঁর মহাদেবপুরে কোরবানির প্রস্তুতির ঘাটতি নেই মুসলিমদের মধ্যে।সাধ্য অনুযায়ী কোরবানির পশু কিনছেন উপজেলার লোকজন। এদিকে আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে গবাদি পশু পালনে ব্যস্ত সময় পার করছেন এলাকার খামারিরা তারা অতি যত্নে খামারে কোরবানির গবাদি পশু প্রস্তুত করে তুলছেন অধিক মুনাফার আশায়।

উপজেলার একাধিক খামারি জানান,আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে কোরবানির পশু পালনকারী বড়-ছোট সব খামারি এখন ব্যস্ত সময় পার করছেন।

মহাদেবপুর উপজেলা প্রাণিসম্পদ সূত্রে জানা যায়, এ বছর কোরবানি যোগ্য মোট পশুর সংখ্যা ৭৮ হাজার ১৪৪ টি।তার মধ্যে ষ্যাঁড় ১০ হাজার ২৬৯ টি,বলদ ৪ হাজার ৫২৫ টি,গাভী ৫ হাজার ১১ টি,ছাগল ৫০ হাজার ২১৪ টি,ভেড়া ৮ হাজার ১২৫ টি।

এ নিয়ে মোট ৭৮ হাজার ১৪৪ টি পশু লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মালেক জানান, প্রাকৃতিকভাবে গবাদি পশু মোটাতাজা করুনের জন্য খামারিদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন প্রাণী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওষুধ ব্যবহার না করার জন্য খামারীদের সচেতন করা হয়েছে এবং হচ্ছে।