spot_img

― Advertisement ―

spot_img

ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস বাতিলের দাবিতে জমিয়তের স্মারকলিপি

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: জাতিসংঘের মানবাধিকার কমিশনের ঢাকা অফিস স্থাপন সংক্রান্ত চুক্তি বাতিলের দাবিতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলা প্রশাসকের মাধ্যমে...
প্রচ্ছদসারা বাংলাদুর্গাপুরে কিশোর-কিশোরীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৈশোর মেলা

দুর্গাপুরে কিশোর-কিশোরীদের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কৈশোর মেলা

হৃদয় হাসান চৌধুরী, নেত্রকোনা প্রতিনিধি: ইভটিজিং, বাল্যবিবাহ, স্বাস্থ্য সেবা মাদকাসক্তিসহ কিশোর-কিশোরীদের বিভিন্ন ইস্যু ও তাদের সুরক্ষা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুরে কৈশোর মেলা অনুষ্ঠিত হয়েছে৷

মঙ্গলবার দুপুরে সুসং আদর্শ বিদ্যানিকেতন মাঠ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. রকিবুল হাসান।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোছাম্মৎ জেবুন্নেছা, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, সুসং আদর্শ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার প্রমুখ৷ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকের সহকারী পরিচালক শামছুল আলম খান ও সঞ্চালনা করেন ডিএসকে সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী রুপন কুমার সরকার।

আরও পড়ুনঃ রাজশাহী কলেজে কর্মসংস্থান মেলা বুধবার 

মেলায় উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১টি পৌরসভার কিশোর -কিশোরী ক্লাবের ৮টি স্টল স্থান পায়। উদ্বোধনের পর অতিথিরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন। স্টলগুলোতে ক্লাবের সদস্যরা দেয়ালিকা ও স্বাস্থ্যসচেতনতামূলক বার্তা, পুষ্টি কর্ণার, উদ্ভাবনী বিভিন্ন প্রজেক্ট, রক্তের গ্রুপ নির্ণয় করাসহ বিভিন্ন স্টল প্রদর্শন করে। দিন্যবাপী এ মেলার সহযোগিতায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ) ও বাস্তবায়নে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।

মেলার আয়োজকরা জানান, কৈশোর মানবজীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে। যে কারণে তাদের সচেতন ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ মেলার আয়োজন।

অতিথিরা ডিএসকে ও পিকেএসএফ কে ধন্যবাদ জানান কৈশোর মেলার আয়োজন করার জন্য। কিশোর কিশোরীদের মেধার পাশাপাশি শারিরীক উন্নতি হচ্ছে বলেও জানান। এছাড়াও এই আয়োজন বেশি বেশি করার জন্য বলেন অতিথিরা।

এরপর অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান । এতে সংগীত, নৃত্য ও আবৃত্তি, প্রবন্ধ ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।