spot_img

― Advertisement ―

spot_img

ফিলিস্তিনের সমর্থনে সাভারে সর্বস্তরের মানুষের বিক্ষোভ

শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ গতকাল ৭ এপ্রিল, সোমবার—দিনভর সাভারজুড়ে ছিল শুধুই ফিলিস্তিনের জন্য কান্না, আর্তনাদ আর প্রতিবাদের দৃশ্য। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চালানো...
প্রচ্ছদসারা বাংলাসাভার সেনা শপিং কমপ্লেক্সের লটারীর ড্র ২০২৪ অনুষ্ঠিত

সাভার সেনা শপিং কমপ্লেক্সের লটারীর ড্র ২০২৪ অনুষ্ঠিত

শেখ মুহাম্মদ নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ আজ ৩০জুন রোজ রবিবার সাভার সেনা শপিং কমপ্লেক্সের লটারীর ড্র ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ব্যবসায়িক কমিটির প্রতিনিধি ও সাভার ক্যান্টনমেন্ট বোর্ডের কর্মকর্তাগণ উপস্থিত থেকে হাজারো দর্শক ও সেনা মার্কেট থেকে কেনাকাটা করে ফ্রি কুপন প্রাপ্ত বিপুল সংখ্যক ক্রেতাবৃন্দের উপস্থিতিতে বিশেষ স্বচ্ছ বক্সের হুইল ব্যবহার করে প্রকাশ্যে এই লটারীর কর্ম সম্পন্য হয়।

প্রথম পুরস্কার মোটর সাইকেল বিজয়ী হয়েছেন ৩ জন, যথাক্রমে মাহিমা-০১৮৩৬৫৯৬২৭২,
মনি আক্তার-০১৯৭০২৬৮২০৫,
রাতুল হাসান-০১৯৯২৮১৪৪৯৭।

দ্বিতীয় পুরস্কার স্ক্রুটি বিজয়ী হয়েছেন ২ জন, যথাক্রমে মোহাম্মদ০১৭১০৪৬১৪৮৭, তাছলিমা-০১৯৩৯৩০৮৮৩১।

তৃতীয় পুরস্কার এসি বিজয়ী হয়েছেন ৩ জন, যথাক্রমে ফারিয়া-০১৩১১৭৭৯১৬৩, তাছনিম- ০১৮৫৮০০০২৮৭ ও শিশির- ০১৯৩৫৯২৪২০৬।

চতুর্থ পুরস্কার এসি’ বিজয়ী হয়েছেন ৪ জন, যথাক্রমে রুহুল আমিন-০১০১৭২৭৩৭৫৬২৬,
রন্জু মামা-০১৯৬৮৩৭৫৬২৬,
রমজান আলী- ০১৬১৮১০৮০৮৪, তামিম-০১৭৪১৬৬৪১৫১।

আরও পড়ুনঃ দ্বিতীয় দফায় হবে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন

এছাড়াও সাইকেল, সেলাই মেশিন, রাইস কুকার, হীরার গহনা সহ আরো রয়েছে ৫১টি আকর্ষনীয় পুরস্কার। প্রতিটি পুরস্কার বিজয়ীর নাম লটারীর মাধ্যমে ঘোষণা করা হয়। অনুপস্থিত সকল বিজয়ীদেরকে ফোন কলের মাধ্যমে তাদের পুরস্কার প্রাপ্তির ব্যপারে জানিয়ে দেয়ার কথা বলা হয় এবং এই রিপোর্টার কুরগাঁও নিবাসী জনৈক শিশির’ নামক বিজয়ীকে ফোন করে সত্যতা যাচাই করেন। জনাব শিশিরের বাবা ফোন রিসিভ করে বলেন যে, ‘সে পুরস্কার প্রাপ্তির ব্যপারে অবগত হয়েছেন এবং সে নিয়মিত সেনা মার্কেট থেকে শপিং করে থাকেন।

আগামীকাল থেকে পুরস্কার প্রাপ্ত ক্রেতাগণ তাদের নির্ধারিত পুরস্কার গ্রহণ করতে পারবেন। উপস্থিতির মধ্য হতে মনি আক্তার তার কুপনের পরবর্তি অংশের নাম্বার দেখিয়ে মোটর সাইকেল প্রাপ্তি নিশ্চিত করেন এবং পুরস্কার গ্রহণ করেন।

আগামীকাল সাভার সেনা মার্কেটের নোটিশ বোর্ডে সকল বিজয়ীর নাম ও মোবাইল নাম্বার টাঙ্গিয়ে দেয়া হবে। অনুষ্ঠান শেষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।