রিটন কুমার নাথ, বান্দরবান(জেলা) প্রতিনিধিঃ গণমাধ্যমের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বান্দরবানে সাংবাদিকরা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
এটিএন বাংলা টিভির সাংবাদিক মিনারুল হক বলেন, আমাদের মিডিয়ার উপর বারবার আক্রমণ হচ্ছে,তাছাড়া আমরা বিভিন্ন সাংবাদিকরা বারবার সন্ত্রাসীদের হামলা শিকার হচ্ছি।
তিনি আরো বলেন বসুন্ধরা গ্রুপের যে মিডিয়া গুলোর উপর হামলা হয়েছে তা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং তিনি আরো বলেন যারা এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করে যেন দ্রুত বিচারের আওতায় আনা হয়।
আরও পড়ুনঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-প্রক্টরসহ ২০জনের পদত্যাগ
সমাবেশে বান্দরবানের প্রেসক্লাবের বর্তমান সভাপতি বক্তব্যে বলেন, দেশে যা ঘটে তা বাস্তবতা তুলে ধরার চেষ্টা করি আমরা।
বিক্ষোভ সমাবেশে আরো বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা বক্তব্য প্রেশ করেন।।