spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সেক্রেটারীর পদত্যাগ

রামগঞ্জ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও সেক্রেটারীর পদত্যাগ

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শেখ মোঃ জাহাঙ্গীর আলম ও সেক্রেটারী আফরোজা আক্তার পদত্যাগ করেছে।

সোমবার রামগঞ্জ শহরের অভিজাত হোটেল এন্ড রেস্টুরেন্ট মোহাম্মদিয়া হোটেলের দ্বিতীয় তলায় এক জনাকীর্ণ বৈষম্য বিরোধী শিক্ষক সমাবেশে তারা এ ঘোষণা দেন।উল্লেখ্য যে গত ২০০৯ সালে এ উপজেলায় প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনের পর আর কোন নির্বাচন অনুষ্ঠিত হয়নি।

তারা পদত্যাগ করার পর পরই ঐ সমাবেশই ৪ জন প্রধান শিক্ষক কে আহবায়ক করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।

আরও পড়ুনঃ রামগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ত্রাণ বিতরণ

আহবায়করা হলেন শ্রীপুর- অভিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাঈদ মোঃ দেলোয়ার হোসেন, নোয়াগাঁ বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, ভাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান এবং দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহ আলম।পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে পুর্নাঙ্গ কমিটি গঠন করা হবে বলে সবাইকে জানিয়ে দেওয়া হয়।