spot_img

― Advertisement ―

spot_img

উপাচার্যের আশ্বাসে অনশন ভাঙলেন বেরোবি শিক্ষার্থীরা

বেরোবি প্রতিনিধি: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরণ অনশন করা শিক্ষার্থীরা অবশেষে উপাচার্যের আশ্বাসে অনশন ভেঙেছেন।বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে রংপুরের বেগম...
প্রচ্ছদসারা বাংলাআওয়ামী নেতার দাপটে এখনও ভূমি দখলের অপচেষ্টা

আওয়ামী নেতার দাপটে এখনও ভূমি দখলের অপচেষ্টা

মোঃ তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি (নরসিংদী): নরসিংদীর রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: সামসুল হক ও তার তিন ছেলে সাগর, শফিকুল ও মহসিনের নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসী বাহিনী গত দেড় বছর আগে জাহাঙ্গীর নগর গ্রামের গোলাপ মিয়া ও তার মাস্টার্স পড়োয়া ছেলে রিয়াদ মিয়াকে কিল, ঘুষি ও লাথি মেরে নিজ ক্রয়কৃত জমি থেকে জোরপূর্বক বিতাড়িত করে দেয়।

জানা যায়, জনৈক হাবিবুর রহমান এর নিকট থেকে দুই বছর আগে গোলাপ মিয়া পিতামৃত: সুরুত আলি, সাং-জাহাঙ্গীর নগর,থানা: রায়পুরা,জেলা: নরসিংদী এই জমিটি ক্রয় করে নিজ নামে খারিজ করে খাজনা দিয়ে আসিতেছে। স্থানীয় ইউ পি চেয়ারম্যানের উপস্থিতিতে হাবিবুর রহমান বলে আজ থেকে এই জমির মালিক মো: গোলাপ মিয়া। তারপরও গোলাপ মিয়াকে বিতাড়িত করে দেয়।

আরও জানা যায়, আওয়ামী লীগের দাপটে ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এলাকার অনেক পরিবারকে হয়রানির অভিযোগ রয়েছে সামসুল হক ও তার সন্ত্রাসী তিন ছেলের বিরুদ্ধে। এলাকার ফজর আলীর পরিবারের সদস্যদের নানা ভাবে পুলিশ দিয়ে হয়রানি করা হয়। স্বপনকে মিথ্যা মামলায় জেলে পাঠানোর অভিযোগ রয়েছে।

আরও পড়ুনঃ রাসূলের নির্দেশিত পথেই কল্যাণ নিহিতঃ ইবি অধ্যাপক 

ক্ষমতার পট পরিবর্তন হওয়ার পর ও স্থানীয় জনগণের সহায়তায় গোলাপ মিয়া তার ক্রয়কৃত জমিতে গত বৃহস্পতিবার ঘর উঠাতে গেলে এখনও আওয়ামী সন্ত্রাসী বাহিনী গোলাপ মিয়া ও তার মাস্টার্স ডিগ্রী পড়োয়া ছেলে রিয়াদ মিয়াকে বিভিন্ন হুমকি দেয় ও শাসিয়ে যায় এবং পরবর্তীতে রায়পুরা থানা থেকে এ এস আই নেছার উদ্দিনকে দিয়ে ভূয়া নোটিশ দেখিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করে অন্যথায় তাদের অসুবিধা হবে বলে চলে যায় সামসুল হকের বাড়িতে। কিছুক্ষণ পর এ এস আই নেছার উদ্দিন সামসুল হকের বাড়ি থেকে গোলাপ মিয়ার বাড়ির ভিতর ডুকে বিভিন্ন হুমকি দামকি প্রদান করতে থাকলে মহিলাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে তা ভিডিও করতে থাকে এতে নেছার উদ্দিন মহিলাদের হাত থেকে মোবাইল ফোন নিয়ে ভেঙে ফেলে এবং মিথ্যা মামলার হুমকি প্রদান করে।

জনমনে প্রশ্ন– এখনও আওয়ামী সন্ত্রাসী বাহিনী এবং পুলিশ বাহিনী এত সাহস কোথায় পেলো? সরকারের উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।