spot_img

― Advertisement ―

spot_img

বরগুনা পাথরঘাটা গাঁজা সহ আটক ১ 

আসাদুজ্জামান লিমন, বরগুনা (জেলা) প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটা এক কেজি ৩০০ গ্রাম গাঁজা ও ৭৬ হাজার ৮০০ টাকা সহ একটি যুবককে আটক করেছে পাথরঘাটা কোস্ট...
প্রচ্ছদসারা বাংলাবরিশালপাথরঘাটায় তীব্র তাপদাহ উপেক্ষা করে ব্যস্ত সময় কাটাচ্ছে মুগ ডাল চাষীরা

পাথরঘাটায় তীব্র তাপদাহ উপেক্ষা করে ব্যস্ত সময় কাটাচ্ছে মুগ ডাল চাষীরা

আসাদুজ্জামান লিমন (বরগুনা) প্রতিনিধিঃ- বরগুনার পাথরঘাটায় দিগন্ত জোড়া মুগডালে ছেয়ে আছে মাঠগুলোতে । অল্প সময়ে কম খরচে অধিক লাভজনক হওয়ায় দিন দিন বাড়ছে মুগ ডাল চাষ।

পাথরঘাটা উপজেলার ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে ৩০ হাজার ৭৮০ জন কৃষক মুগডাল চাষ করেছে ।সামনে কালবৈশাখী ঝড়ের কথা চিন্তা করে তীব্র তাপদাহের এর মধ্যে পাথঘাটায় শত কোটি টাকার ডাল সংগ্রহ করতে ব্যস্ত সময় কাটাচ্ছে কৃষক কৃষাণীরা। 

আরও পড়ুনঃ সৌদি আরবের প্রতি হজ যাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

উপজেলা কৃষি অফিসে তথ্য অনুসারে, উপজেলার সকল ইউনিয়নসহ পৌরসভায় বিভিন্ন জায়গায় ডাল চাষ হয়েছে। এ বছর লক্ষ্যমাত্রা অধিক ডাল  চাষ হয়েছে। এ বছর ডাল চাষ হয়েছে ১২ হাজার ৫০০ হেক্টর জমিতে। এবছর আবহাওয়া ফসলের অনুকূলে থাকায় মুগ ডালের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ হাজার ২৫০ টন। বর্তমান বাজারে কৃষক প্রতি টন ডাল বিক্রি করছে ৯০ হাজার টাকা । এবছর উপজেলায় উৎপাদিত ডালের মূল্য ধরা হয়েছে ১ শত ৫ কোটি টাকার অধিক ।

কালমেঘা ইউনিয়নের মুগ ডাল চাষী লতিফ মিয়া বলেন , আমরা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করি। ডালের উপরে স্বপ্ন আমাদের ।মাঠের তিনের দুই অংশের ডাল সংগ্রহ করা হয়ে গেছে। এবছর ডালের ফলন অনেক ভালো হয়েছে বাজারে ও ডালের ভালো মূল্য পাওয়া যাচ্ছে। খরচের চেয়ে অধিক লাভ হওয়ায় আগামী বছর দ্বিগুণ জমিতে ডাল চাষ করবো।