spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদসারা বাংলাচট্টগ্রামচন্দনাইশ উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যহার করলেন দুই চেয়ারম্যান প্রার্থী

চন্দনাইশ উপজেলা নির্বাচনে মনোনয়ন প্রত্যহার করলেন দুই চেয়ারম্যান প্রার্থী

দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী পদে মনোনয়ন প্রত্যহারের শেষ দিনেই সরে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের দুই নেতা। 

রবিবার (১২ মে) জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে দুইজন নিজেদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। তারা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহেদুল ইসলাম জাহাঙ্গীর ও যুগ্ম সম্পাদক মো. আবু হেনা ফারুকী।

চন্দনাইশ উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রেনু বলেন, ৩য় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে রবিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল। চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলাম জাহাঙ্গীর ও চেয়ারম্যান প্রার্থী মো. আবু হেনা ফারুকী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

আরও পড়ুনঃ রাজশাহীতে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভা

ফলে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বী থাকলো। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয় পেয়েছেন একমাত্র প্রার্থী।

অন্যদিকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন— চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদ চৌধুরী জুনু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, ব্যবসায়ী জসীম উদ্দিন আহমেদ ও জোয়ারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন ফকির (আমিরী)।

ভাইস চেয়ারম্যান পদে মাওলানা মোহাম্মদ সোলাইমান ফারুকী, অধ্যাপক একরামুল হোসেন ও রুপম দেব। 

ঘোষিত তফসিল অনুযায়ী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ১৩ মে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ মে। চন্দনাইশ উপজেলায় ৬৮ টি ভোট কেন্দ্র। মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৯১ হাজার ৬০৭ জন।