ইব্রাহীম হোসেন দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় সখিপুর ইউনিয়ন স্ট্যান্ডিং কমিটি, ও সি, এস ও, এর মধ্যে সেবা সমূহের প্রয়োজনীয়তা সম্পর্কে উপাত্ত সংগ্রহ এবং নেটওয়ার্ক গঠন সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৫ মে) সখিপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনঃ গর্ভবতী মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা আবশ্যক: স্বাস্থ্য পরিচালক
সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন সখিপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ইউপি সচিব গোলাম রব্বানী, “রাইট টু গ্রো প্রজেক্ট” অফিসার তানজিমা আক্তার, অর্থ ও সংস্থাপনা সম্পর্কিত কমিটির সভাপতি ইউপি সদস্য রবিউল ইসলাম, শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা বিষয়ক কমিটির সভাপতি ইউপি সদস্য নজরুল ইসলাম, স্যানিটেশন ও পয়নিস্কাশন ব্যবস্থাপনা বিষয়ক কমিটির সভাপতি ইউপি সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এসময় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ ও কমিটির সদস্যরা উপস্থিত থেকে সভায় অংশ নেন।