
নেত্রকোনার দুর্গাপুর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের নানা আয়োজনে বিশ্ব মা দিবস পালিত হয়েছে।
বুধবার(১৫মে) দুপুরে র্যালি,আলোচনা সভা, পুরস্কার ও চারা বিতরণ এর আয়োজন হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম রকিকুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছাম্মৎ জেবুন্নেছা, উপজেলা সমাজসেবা অফিসার মো. মাসুল তালুকদার, সমবায় কর্মকর্তা বিজন কান্তি ধর, যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা পারভেজ হাসান প্রমুখ।
আরও পড়ুনঃ রাজশাহীর আদালতে হত্যা মামলায় ২ জনকে মৃত্যু দন্ড
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা তুজ জহুরা।
অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, মা হলেন পরিবারের মূল পরিচালক। সন্তান তার কাছ থেকেই প্রাথমিক শিক্ষা পেয়ে থাকে। প্রত্যেকেরই মায়ের প্রতি সম্মান, ভালোবাসা ও শ্রদ্ধা জানানো উচিত। প্রত্যেক আদর্শ সন্তানের মায়ের আদেশ পালন করা ও তাকে সেবা করা সন্তানের কর্তব্য।
আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও শিক্ষার্থীদের মাঝে ঔষধী ও ফলদ বৃক্ষ বিতরণ করা হয়।