
নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য মানু মজুমদার আর নেই। তিনি গত রাত আনুমানিক ২টা ৩০মিনিটের দিকে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, তিন মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সাবেক এই সংসদ সদস্যের মৃত্যুতে শোক জানিয়েছেন নেত্রকোণা-১ আসনের বর্তমান সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।
আরও পড়ুনঃ সাভারে ৯১ শতাংশ হাসপাতালেরই নেই বর্জ্য ব্যবস্থাপনা
এক শোকবার্তায় তিনি বলেন, সাবেক এমপি জনাব মানু মজুমদার ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। মানু দার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবারের সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
মানু মজুমদার নেত্রকোণা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।
তিনি ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার প্রতিবাদে আন্দোলন গড়ে তোলেন। তিনি ১৯৮১ সাল থেকে সংসদ সদস্য হওয়ার আগ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী হিসেবে নিযুক্ত ছিলেন।