সিলেট প্রতিনিধিঃ সিলেটে চিনি কাণ্ডে তার নাম রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার বলে দাবি করেন সিলেট মহানগর যুবলীগ নেতা রূপম আহমদ। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন সিলেটে পুলিশ কর্তৃক আটককৃত ১৪ ট্রাক চিনির ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া প্রাইভেট কারের সাথে তার কোন সম্পৃক্ততা নেই।
গাড়িটি তার বলে একটি কুচক্রী মহল প্রচার করছে। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর রেকর্ডে যাচাই-বাছাই করলে আসল তথ্য জানা যাবে এই গাড়ির প্রকৃত মালিক কে। আটক হওয়া প্রাইভেট কারের সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই l
আরও পড়ুনঃ চোরাইপথে আসা ১৪ ট্রাক ভারতীয় চিনির চালান জব্দ
মহানগর যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রুপম আহমদ দাবি করেন, রাজনৈতিক প্রতিপক্ষ একটি কুচক্রীমহল তার দীর্ঘদিনের সুনাম নষ্ট করতে ও রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে বিভিন্ন মাধ্যমে গাড়িটি তার বলে প্রচার করছে।
তার কোনো বক্তব্য ছাড়া এবং তথ্য কোনো প্রকার যাচাই-বাছাই না করে পত্রিকায় তাকে গাড়ির মালিক দাবি করে প্রতিবেদন করা হয়েছে। তিনি প্রকাশিত ওই সংবাদের তীব্র নিন্দা জানান। তার বিরুদ্ধে এ ধরনের অসত্য মানহানিকর বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ হওয়ায় তিনিসহ পরিচিতজনরা বিস্ময় প্রকাশ করেছেন।
সাংবাদিকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে তিনি আরো উল্লেখ্য করেন, আপনারা সাংবাদিকরা সমাজের দর্পণ, জাতির বিবেক। আপনাদের কলমের মাধ্যমে সত্য তথ্য উম্মোচিত হোক। আপনাদের প্রতি বিশেষ অনুরোধ সঠিক সত্য সম্বলিত সংবাদ জাতির সামনে তুলে ধরুন।