spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনরামগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

রামগঞ্জে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদেরকে দশম গ্রেড প্রদান ও প্রধান শিক্ষকদেরকে নবম গ্রেড প্রদান করতে রামগঞ্জ উপজেলায় প্রাথমিক শিক্ষকদের  বুধবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষকগন তাদের আত্মমর্যাদা প্রতিষ্ঠার দাবিতে ঐক্যমত পোষণ করেন এবং দাবি বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন বলে অঙ্গীকারাবদ্ধ হন।

উপস্থিত শিক্ষকগন মানববন্ধন শেষে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের নিকট স্মারকলিপি প্রদান করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আকুল আবেদন জানান এবং তারা বলেন  প্রাথমিক শিক্ষকদের যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে যথাযথ মূল্যায়ন করা সময়ের দাবি।

আরও পড়ুনঃ কক্সবাজারে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার চার

তারা আরোও বলেন, আমরা সকলেই বিশ্বাস করি প্রাথমিক শিক্ষা বুনিয়াদি শিক্ষা। এই শিক্ষা বাস্তবায়নের মূল কারিগর প্রাথমিক শিক্ষকগন। তাই প্রাথমিক সহকারী শিক্ষকদেরকে দশম গ্রেড ও প্রধান শিক্ষকদেরকে নবম গ্রেড প্রাথমিক শিক্ষকদের ন্যায্য অধিকার।

এদাবির প্রেক্ষিতে তারা মাননীয় প্রধান উপদেষ্টার আশু হস্তক্ষেপ কামনা করেন।