spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনবাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চশিক্ষায় সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ ও মালয়েশিয়ার উচ্চশিক্ষায় সহযোগিতার লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং মালয়েশিয়ার এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিসেস (ইএমজিএস) উচ্চশিক্ষায় সহযোগিতা বৃদ্ধির উদ্দেশ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

সমঝোতা স্মারকটি বুধবার (২৭ নভেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে স্বাক্ষরিত হয়। ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এবং ইএমজিএস-এর প্রধান নির্বাহী নেইভ তাজউদ্দীন এই চুক্তিতে স্বাক্ষর করেন।

পুত্রজায়ায় মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী ওয়াইবি দাতো সেরি ড. জামব্রি আব্দ কাদিরের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি বিনিময় হয়। সমঝোতাটি মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থী, শিক্ষক এবং গবেষকদের অধ্যয়ন ও গবেষণার ক্ষেত্রে অধিকতর সুযোগ সৃষ্টি করবে।

আরও পড়ুনঃ বগুড়ায় গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত

অনুষ্ঠানের শুরুতে ইএমজিএস-এর প্রধান নির্বাহী নেইভ তাজউদ্দীন বক্তব্য দেন। পরে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এই চুক্তিকে দুই দেশের মধ্যে শিক্ষা ও গবেষণায় সহযোগিতার পথ প্রসারের মাইলফলক হিসেবে অভিহিত করেন। বাংলাদেশের প্রতি ইএমজিএস-এর আন্তরিক আগ্রহ ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এই উদ্যোগ বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় আন্তর্জাতিকীকরণের পথ সুগম করবে।

অনুষ্ঠানে বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান সমঝোতা স্মারকের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ