spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনসখীপুরে মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ দুই শিক্ষার্থীর

সখীপুরে মায়ের লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ দুই শিক্ষার্থীর

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে মায়ের মৃত্যুতে শোকাহত পরিবারের একপাশে চলছে দাফনের প্রস্তুতি। আর অন্যদিকে, মায়ের লাশ বাড়িতে রেখে চোখের পানি মুছতে মুছতে পরীক্ষাকেন্দ্রে এসে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছে দুই শিক্ষার্থী—সায়মা আক্তার ও লাবনী আক্তার।

বুধবার (৩ জুলাই) সকালে এমন হৃদয়বিদারক দৃশ্য দেখা যায় সখীপুর সরকারি কলেজ কেন্দ্র ও সখীপুর আবাসিক মহিলা কলেজ কেন্দ্রে। সহপাঠী ও শিক্ষকদের সহযোগিতায় পরীক্ষার হলে প্রবেশ করে তারা।

সায়মা আক্তার উপজেলার হতেয়া গ্রামের মো. রায়হান মিয়ার মেয়ে। সে হাতিয়া ডিগ্রি কলেজের মানবিক বিভাগের পরীক্ষার্থী। তার মা শিল্পী আক্তার (৪০) দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি।

অপরদিকে, লাবনী আক্তার উপজেলার কচুয়া পশ্চিমপাড়া এলাকার আব্দুল মান্নান মিয়ার মেয়ে। সে সানস্টার ইনস্টিটিউট অব টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের পরীক্ষার্থী। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তার মা সফিরন বেগম (৪৫) মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন চার সন্তানের জননী।

পরিবারের সদস্যরা জানান, মায়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েছিল মেয়েরা। কিন্তু পরিবার ও স্থানীয়দের পরামর্শে তারা পরীক্ষায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুনঃ রংপুর সদর ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি জহির, সম্পাদক মেজবা

সকাল ১০টার দিকে দুই শিক্ষার্থী অশ্রুসিক্ত চোখে কেন্দ্রে পৌঁছায়। পরীক্ষা শেষে বাড়ি ফিরে তারা মায়ের দাফনে অংশ নেয়। লাবনীর মায়ের জানাজা সকাল সাড়ে ১১টায়, আর সায়মার মায়ের জানাজা অনুষ্ঠিত হয় বাদ যোহর।

হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ রহিজ উদ্দিন বলেন, “সায়মা অত্যন্ত মেধাবী ছাত্রী। তার আজকের পরীক্ষায় অংশ নেওয়ার সাহসিকতা আমাদের আবেগে নাড়া দিয়েছে। আল্লাহ যেন তাকে শক্তি দেন।”

এই দৃশ্য প্রত্যক্ষ করে অনেকেই আবেগাপ্লুত হন। শোক আর দায়িত্বের দ্বন্দ্বে দাঁড়িয়ে থাকা এই দুই পরীক্ষার্থীর দৃঢ় মনোবল সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রশংসা কুড়াচ্ছে।