spot_img

― Advertisement ―

spot_img

ইবির জুলাই বিরোধীদের শাস্তি চায় বিএনপিপন্থী শিক্ষকবৃন্দ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই অভ্যুত্থানবিরোধী ভূমিকায় থাকা ৩০ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও ৩৩জন ছাত্রলীগ নেতাকে বহিস্কারের সিদ্ধান্ত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে বর্ণিল আয়োজনে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন

ইবিতে বর্ণিল আয়োজনে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ বেশ জাকজমক পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী শ্যামাপূজা ও দীপাবলি উৎসব উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের আয়োজনে ইবি থানা গেইট সংলগ্ন স্থানে স্থাপিত অস্থায়ী পূজা মণ্ডপে প্রতিমা স্থাপনের মধ্য দিয়ে পূজা শুরু হয়।

পরে পূজার পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় সংগীত পরিবেশনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। পূজা ছাড়াও সেখানে দীপাবলি উপলক্ষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রদীপ প্রজ্বলন করা হয়। এছাড়াও আতশবাজি ফুটানো ও ফানুশ উড়িয়ে এ উৎসব উদযাপন করে বিশ্ববিদ্যালয়ের হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ মেঘলা আকাশেও কুয়াকাটায় পর্যটকদের ভিড়

পূজা উদযাপনকালে আয়োজনস্থল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। অনুষ্ঠানে তিনি প্রদীপ জ্বালিয়ে দীপাবলির প্রদীপ প্রজ্বলন কর্মসূচির উদ্বোধন করেন। এসময় সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট, বিশ্ববিদ্যালয়ের পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকান্ত দাস সহ অন্যান্য হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কালীপূজা বা শ্যামাপূজা ভারতীয় উপমহাদেশ থেকে উদ্ভূত একটি উৎসব, যা হিন্দু দেবী কালীকে উৎসর্গ করা হয়। এটি হিন্দু পঞ্জিকার অশ্বযুজা মাসের বা কার্তিক মাসের দীপান্বিতা অমাবস্যা পালিত হয়। উৎসবটি বিশেষ করে পশ্চিমবঙ্গ, মিথিলা, বিহার, ওড়িশা, আসাম এবং ত্রিপুরার মতো অন্যান্য স্থানের পাশাপাশি বাংলাদেশে ব্যাপক জনপ্রিয়।