ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ
মাগুরা জেলা ছাত্র কল্যাণ সমিতির বরিশাল বিশ্ববিদ্যালয়(ববি) শাখার কমিটি অনুমোদিত হয়েছে। যেখানে সভাপতির দায়িত্ব পেয়েছেন সোহানুর রহমান সিফাত (মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান ) ও সাধারণ সম্পাদক সুব্রত পালিত (ম্যানেজমেন্ট স্টাডিজ)।
রবিবার(২৫ মার্চ) সংগঠনের দায়িত্বশীলদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটি প্রকাশ করে।
নবনির্বাচিত সভাপতি সোহানুর রহমান সিফাত তার বক্তব্যে বলেন , ‘আমি মাগুরা জেলা এসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হওয়ায় এরই অংশ হিসেবে মাগুরার ববির কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা,ক্যারিয়র বিষয়ক সেমিনার এবং বর্তমান ফান্ডিং আরো উন্নিত করে এ্যাসোসিয়েশনের শিক্ষার্থীদের উন্নয়নমূলক কাজে অংশগ্রহনের সুযোগ তৈরি করে দিবো।’
নবনির্বাচিত সাধারণ সম্পাদক সুব্রত পালিত তার বক্তব্যে জানান, এ্যাসোসিয়েশনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সকল কো-কারিকুলার অ্যাকটিভিটিস এ সতস্ফুর্ত ভাবে অংশগ্রহণ নিশ্চিত করবো। এছাড়া আঞ্চলিক ভ্রাতৃত রক্ষা এবং মাগুরার ববিয়ানদের সুখ-দুঃখ ভাগ করে নেওয়াই নব গঠিত কমিটির মুল লক্ষ্য। একটি বিশ্ববিদ্যালয়ে জেলা এসোসিয়েশনের যেসকল কার্যক্রম থাকে সে সকল বিষয়ে পরিপূর্ণভাবে পালন করবো।’
আরও পড়ুনঃ ববিতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত
কমিটির বাকি সদস্যরা হলেন সহ সভাপতি নির্বাচিত হয়েছেন ,মো :মেহেদী হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক হয়েছেন ,মো:আরশাদুজ্জামান, সাংগঠণিক সম্পাদক হয়েছেন, ফাহাদ বিশ্বাস, দপ্তর সম্পাদক হয়েছেন নূর ইসলাম নিয়ন, উপদপ্তর সম্পাদক – আয়শা আক্তার মিমি, কোষাধ্যক্ষ আশিক রিয়াদ, উপ কোষাধ্যক্ষ মো: ওমর আল বাছির, প্রচার সম্পাদক উৎস দত্ত দিপ, উপ প্রচার সম্পাদক মো: জুবায়ের মাহমুদ নূর, নারী বিষয়ক সম্পাদক বুশরা পারভীন, ক্রিড়া সম্পাদক সৌমিত্র কর, সাংস্কৃতিক সম্পাদক মায়েদা আক্তার, উপসংস্কৃতিক সম্পাদক শাহিদিন রউফ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক হাসান মাহমুদ, সাহিত্য বিষয়ক সম্পাদ রিজতি খাতুন, শিক্ষা বিষয়ক সম্পাদক সোহেল রানা।
এছাড়াও উপদেষ্টা মন্ডলী রয়েছে, আজিজুর রহমান(সহযোগী অধ্যাপক ম্যানেজমেন্ট বিভাগ), ডক্টর তানিয়া ইসলাম সহকারি অধ্যাপক(কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ), মিতালি ঘোষ সহকারী অধ্যাপক(দর্শন বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়)।