তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ (সিওয়াইবি) শাখার আয়োজনে নবীন বরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনের ১১৬ নম্বর কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশনা ও ভোক্তা অধিকার শপথ পাঠের মধ্য দিয়ে এ আয়োজন শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ত্বকী ওয়াসীফ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ও সিওয়াইবির উপদেষ্টা ড. রশিদুজ্জামান। এছাড়া সংগঠনের সাবেক ও বর্তমান কার্যনির্বাহী সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ড. রশিদুজ্জামান বলেন, সিওয়াইবি ক্যাম্পাসের অন্যতম ব্যতিক্রমী একটি সংগঠন, যা সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং তা নিশ্চিত করার লক্ষ্যে এই সংগঠন গুরুত্বপূর্ণ কাজ করে যাচ্ছে। তিনি নবীনদের উদ্যমী হয়ে ভোক্তা অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান।
আরও পড়ুনঃ ১২ দিন শীতের ছুটিতে যাচ্ছে ইবি, খোলা থাকছে হল
সভাপতির বক্তব্যে ত্বকী ওয়াসীফ বলেন, “আমাদের সংগঠন অনেক বাধা-বিপত্তি পেরিয়ে আজ আরও শক্তিশালী হয়েছে। নবীনদের উৎসাহ ও প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে আমরা আরও দ্রুতগামীভাবে কাজ করে ভোক্তার অধিকার নিশ্চিত করতে পারবো।”
অনুষ্ঠানে নবীনরা তাদের অনুভূতি প্রকাশ করেন এবং প্রবীণরা স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। অনুষ্ঠানটি সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয়।