তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ।
রবিবার (১৫ ডিসেম্বর) ক্যাম্পাসের ঝালচত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীরা গুচ্ছ ভর্তি পদ্ধতির প্রতি অসন্তোষ প্রকাশ করেন এবং স্বতন্ত্র ভর্তি প্রক্রিয়ায় ফিরে আসার আহ্বান জানান।
গণস্বাক্ষর কর্মসূচিতে প্রায় ১১শ শিক্ষার্থী স্বাক্ষর করেন। পরে এসব স্বাক্ষর উপাচার্যের কার্যালয়ে জমা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “গুচ্ছ পদ্ধতির কারণে বিশ্ববিদ্যালয়ের আসন পূর্ণ হয়নি, ক্লাস শুরুতে বিলম্ব হচ্ছে, যা একাডেমিক কার্যক্রম ব্যাহত করছে। শিক্ষার মান ধরে রাখতে স্বতন্ত্র ভর্তি পদ্ধতিতে ফিরে আসার দাবি শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত সমর্থন পেয়েছে।”
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এ বিষয়ে বলেন, “রাষ্ট্রের নির্দেশিকা মেনে চলা প্রশাসনের দায়িত্ব। শিক্ষার্থীদের দাবি প্রশাসন মিটিংয়ে প্রস্তাব আকারে উত্থাপন করবে। তবে ভর্তি কার্যক্রমের নীতি নির্ধারণ শিক্ষার্থীদের হাতে নেই।”
আরও পড়ুনঃ রামগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে সর্বশ্রান্ত তিন ভাই
এর আগে, গত ৯ ডিসেম্বর ছাত্র ইউনিয়ন একই দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছিল। সংগঠনটি জানিয়েছে, তাদের দাবি শুধু তাদের সংগঠনের নয়, সাধারণ শিক্ষার্থীদেরও দাবি।
গণস্বাক্ষর কর্মসূচি বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্র ভর্তির দাবিকে নতুনভাবে সামনে নিয়ে আসলো।