spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসস্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ ভর্তি পদ্ধতি (সাধারণ, বিজ্ঞান ও টেকনোলজি-জিএসটি) বাদ দিয়ে স্নাতক প্রথম বর্ষে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

রবিবার (১৫ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৮৩তম অ্যাকাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলী এ বিষয়ে বলেন, “আমরা অ্যাকাডেমিক কাউন্সিলের মিটিংয়ে গুচ্ছ পদ্ধতি বাদ দিয়ে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের লক্ষ্য আগামী এপ্রিল মাসেই এই ভর্তি পরীক্ষা আয়োজন করা।”

আরও পড়ুনঃ রামগঞ্জে বৈদ্যুতিক শটসার্কিটের আগুনে সর্বশ্রান্ত তিন ভাই

এর আগে, ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে কুবি গুচ্ছ পদ্ধতির মাধ্যমে স্নাতক পর্যায়ে শিক্ষার্থী ভর্তি করছিল। তবে গুচ্ছ পদ্ধতির প্রতি শিক্ষার্থীদের অসন্তোষের কারণে গত ১১ ডিসেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা স্বতন্ত্র ভর্তি পরীক্ষার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেয়।