কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ‘শহিদ আবদুল কাইয়ুম স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা-২০২৪’-এ খেলায় বিশৃঙ্খলার কারণে দুটি বিভাগের খেলোয়াড়দের শাস্তি প্রদান এবং একটি খেলায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম স্বাক্ষরিত এক নোটিশে বিষয়টি জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ২০ নভেম্বর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ এবং পদার্থবিজ্ঞান বিভাগের খেলার ঘটনায় ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের খেলোয়াড় জিসান ও রিফাত’ সক্রিয় ভূমিকা রাখায় তাদের টুর্নামেন্ট থেকে বহিষ্কার করা হয়েছে।
২৫ নভেম্বর গণিত বিভাগ ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের খেলার বিশৃঙ্খলার ঘটনায় ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের দুই শিক্ষার্থী আহত হন। তদন্তে প্রমাণিত হওয়ায় গণিত বিভাগের মান্না, আসিফুর রহমান, নাসিফসহ আরও কয়েকজন খেলোয়াড়কে দোষী সাব্যস্ত করে খেলা স্থগিত করা হয়। একইসঙ্গে ব্যবস্থাপনা শিক্ষা বিভাগকে বিজয়ী ঘোষণা করা হয়।
আরও পড়ুনঃ স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, “আমরা দীর্ঘ দুই ঘণ্টার মিটিংয়ে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি।”
উল্লেখ্য, এই দুই ম্যাচের বিশৃঙ্খল ঘটনায় উভয় বিভাগ লিখিত অভিযোগ দাখিল করেছিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হয় এবং রিপোর্ট অনুযায়ী শাস্তি ও ফলাফল নির্ধারণ করা হয়েছে।