spot_img

― Advertisement ―

spot_img

রামগঞ্জে দৈনিক “আমার দেশ” না আসায় পাঠকদের হতাশা

মো. মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধি: দীর্ঘ প্রায় এক যুগ পর বহুল প্রতীক্ষিত জনপ্রিয় পত্রিকা "দৈনিক আমার দেশ" প্রকাশিত হলেও লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসকুবিতে ভলিবল টুর্নামেন্ট ২.০ এর উদ্বোধন

কুবিতে ভলিবল টুর্নামেন্ট ২.০ এর উদ্বোধন

কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে শুরু হয়েছে ভলিবল টুর্নামেন্ট ২.০। শনিবার (১৫ ডিসেম্বর) বিকেল ৩টায় বিভাগের ছাত্র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মাহফুজুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন করেন। বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এই টুর্নামেন্ট বিভাগের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াচর্চা ও আন্তরিকতা বাড়ানোর লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, “বিজয় দিবস উপলক্ষে আমরা দুটি টুর্নামেন্টের আয়োজন করেছি। একটি মার্কেটিং প্রিমিয়ার লিগ এবং অন্যটি মার্কেটিং ভলিবল টুর্নামেন্ট ২.০। পূর্বে আমরা ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবারও বিশ্ববিদ্যালয়ের টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের জন্য প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করাই আমাদের প্রধান লক্ষ্য।”

আরও পড়ুনঃ কুবিতে ফুটবল প্রতিযোগিতায় বিশৃঙ্খলা: শাস্তি ও বিজয়ী ঘোষণা

এবারের টুর্নামেন্টে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের থেকে ৪টি দল অংশ নিচ্ছে। আগামী ১৭ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মাধ্যমে এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে। উল্লেখ্য, এটি বিভাগের দ্বিতীয়বার ভলিবল টুর্নামেন্ট আয়োজন।