spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে শিক্ষার্থীদের জন্য লোকাল বাসে হাফ ভাড়ার সিদ্ধান্ত

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লোকাল বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বৈষম্যবিরোধী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে মহান বিজয় দিবস উদযাপিত

ইবিতে মহান বিজয় দিবস উদযাপিত

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় সকাল ১০টায় প্রশাসন ভবন এবং আবাসিক হলসমূহে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে।

প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী।

পতাকা উত্তোলনের পর বিএনসিসির নেতৃত্বে গার্ড অব অনার প্রদানের আয়োজন করা হয়। সকাল ১০টা ১৫ মিনিটে আনন্দের প্রতীক বেলুন উড়িয়ে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য। এরপর একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ক্যাম্পাস প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন ‘মুক্ত বাংলা’য় গিয়ে সমবেত হয়। শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন সংগঠন এবং বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সদস্যরা।

মুক্ত বাংলায় শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে প্রথমে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। এরপর বিভিন্ন অনুষদ, বিভাগ, হল, সমিতি ও সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধাঞ্জলি শেষে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ বিজয় দিবস উপলক্ষে ইবিতে আন্ত:ব্লক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিজয় দিবস উদযাপন শিক্ষার্থী ও কর্মকর্তাদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগ্রত করে তুলেছে।