spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে শিক্ষার্থীদের জন্য লোকাল বাসে হাফ ভাড়ার সিদ্ধান্ত

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লোকাল বাসে হাফ ভাড়া কার্যকরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রবিবার বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন, বৈষম্যবিরোধী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসনওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে হাবিবুল্লাহ ও মোজাহিদুল

নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে হাবিবুল্লাহ ও মোজাহিদুল

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত নওগাঁ জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৪-২৫ সালের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী মো. হাবিবুল্লাহ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন গণিত বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী মোজাহিদুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সংগঠনের সাবেক সভাপতি বোরহান উদ্দিন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিউল ইসলামের স্বাক্ষরিত বিবৃতিতে এক বছরের জন্য এই কমিটি অনুমোদনের কথা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নবমনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ১৫ দিনের মধ্যে উপদেষ্টা পরিষদের সঙ্গে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

নবনির্বাচিত সভাপতি হাবিবুল্লাহ বলেন, “নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে। আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, তা যথাযথভাবে পালন করে নওগাঁ জেলা থেকে আগত শিক্ষার্থীদের জন্য কাজ করার সর্বোচ্চ চেষ্টা করবো।”

আরও পড়ুনঃ গণহত্যাসহ ১২ মামলার আসামি সাবেক চেয়ারম্যান সফিক ও তার স্ত্রী গ্রেপ্তার

সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম বলেন, “বিগত কমিটি সফলভাবে তাদের দায়িত্ব পালন করেছে। আমরা সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে সংগঠনকে আরও গতিশীল করে এক বছরের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি আনতে চাই। উপদেষ্টা মণ্ডলী, সাবেক নেতৃবৃন্দ এবং সদস্যদের সহযোগিতা নিয়ে কার্যক্রম পরিচালনা করবো।”

নবনির্বাচিত নেতৃত্বের ওপর সংগঠনের সদস্যদের ব্যাপক প্রত্যাশা রয়েছে। তাদের পরিকল্পনা ও কার্যক্রমে সংগঠন আরও কার্যকরভাবে পরিচালিত হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।