কে এম হাবিবুল্লাহ সাকিব, খুলনা প্রতিনিধিঃ খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) অধ্যয়নরত কয়রা উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘কয়রা ম্যানগ্রোভ ফ্যামিলি অব খুলনা ইউনিভার্সিটি’র ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিচতলায় আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এস. এম. মাহবুবুর রহমানের উপস্থিতিতে গঠনতন্ত্র অনুযায়ী এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইতিহাস ও সভ্যতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. আজিজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন ইংরেজি ডিসিপ্লিনের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ইমাম হোসেন।
অন্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি: মো. আল মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক: শামস উল আরেফিন, সাংগঠনিক, সম্পাদক: জীবন মন্ডল, সহ-সাংগঠনিক সম্পাদক: আবু ওয়াকিদ সাবির, অর্থ সম্পাদক: সৌমিত্র রায়, দপ্তর সম্পাদক: তাকিয়া সুলতানা, প্রচার সম্পাদক: মো. ওহিদুজ্জামান সোহাগ, ছাত্র বিষয়ক সম্পাদক: জিএম মাহিন আলম। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে, মো. ফারুক হোসেন, পিংকি মন্ডল, প্রেরণা রায়, অপূর্ব সরকার, চন্দ্রিকা সানা।
আরও পড়ুনঃ ফুলবাড়ীতে তীব্র ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন, বাড়ছে রোগব্যাধি
২০১৭ সালে কয়রার শিক্ষার্থীদের নিয়ে প্রতিষ্ঠিত এ সংগঠনটি উচ্চশিক্ষা গ্রহণে উদ্বুদ্ধকরণ সেমিনার আয়োজন, অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের ভর্তি সহায়তা, এবং মাদকবিরোধী সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
নতুন কমিটি সংগঠনের পূর্বের ধারা বজায় রেখে শিক্ষার্থীদের সেবা এবং সমাজ উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপস্থিত অতিথিরা।