তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর জোট ‘ঐক্যমঞ্চ’ এর নতুন কমিটি গঠিত হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে বুনন সংগঠনের সভাপতি নাহিদুর রহমান এবং সদস্য সচিব হিসেবে সাহিত্য সংসদের সভাপতি পলাশ হোসেন মনোনীত হয়েছেন।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে নবনির্বাচিতদের নিকট দায়িত্ব হস্তান্তর করা হয়।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির বিদায়ী আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভ। এসময় ঐক্যমঞ্চের অধিভুক্ত ১২টি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবমনোনীত সদস্য সচিব পলাশ হোসেন বলেন, “প্রতিটি সংগঠন যেন তাদের কার্যক্রম সঠিকভাবে চালিয়ে যেতে পারে এবং যারা কার্যক্রমে পিছিয়ে রয়েছে, তাদের এগিয়ে নেওয়ার বিষয়ে ঐক্যমঞ্চ ও এর অন্তর্ভুক্ত সংগঠনগুলোকে আন্তরিক হতে হবে। একে অপরের প্রতি সহযোগিতা ও সমন্বয় বাড়ানো আমাদের লক্ষ্য।”
আহ্বায়ক নাহিদুর রহমান বলেন, “ঐক্যমঞ্চের পরবর্তী কার্যক্রমে অন্তর্ভুক্ত সংগঠনগুলোর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রত্যাশা করি। আমরা সবাই মিলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করবো।”
আরও পড়ুনঃ জুলাই পরবর্তী রাজনৈতিক রুপরেখা ও ইকসু গঠন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
বিদায়ী আহ্বায়ক ইয়াশিরুল কবির সৌরভ বলেন, “সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক অধিকার আদায়ের লক্ষ্যে ঐক্যমঞ্চ সবসময় কাজ করে এসেছে এবং ভবিষ্যতেও কাজ করবে। নতুন কমিটিকে শুভেচ্ছা জানাই এবং যেকোনো যৌক্তিক কাজে সবসময় পাশে থাকার আশ্বাস দিচ্ছি।”
উল্লেখ্য, ঐক্যমঞ্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বয়ে কাজ করে থাকে এবং শিক্ষার্থীদের কল্যাণে নানা কার্যক্রম পরিচালনা করে।