
তানিম তানভীর, ইবি প্রতিনিধি: শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুলের সভাকক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করে শাখা ছাত্রদল।
শাখা ছাত্রদলের সভাপতি শাহেদ আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. এ.বি.এম জাকির হোসেন এবং ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমানও অনুষ্ঠানে অংশ নেন। এছাড়াও শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য নুর উদ্দিন, রাফিজ আহমেদসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “জিয়াউর রহমান শিশুদের উন্নয়ন ও মনোজগতের বিকাশে অগ্রণী ভূমিকা রেখেছিলেন। শিশুদের জন্য শিশু একাডেমি প্রতিষ্ঠা ও শিশু মেলার মতো উদ্যোগগুলো তার চিন্তার প্রতিফলন। ছাত্রদলের এই আয়োজন তার প্রতি যথাযথ শ্রদ্ধার প্রকাশ।”
আরও পড়ুনঃ আশুলিয়ায় হিজড়া সম্প্রদায়ের ওরশ শরীফে বাঁধা ও চাঁদাবাজির অভিযোগে মানববন্ধন
চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম তিনজন বিজয়ী হিসেবে পুরস্কৃত হন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলীর বাগবাড়িতে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল ‘কমল’। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন।