spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে আইন বিভাগের আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্ট শুরু

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আইন বিভাগের আন্তঃসেশন ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ শুরু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্রিকেট মাঠে এ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

ইবির জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী রিয়াজুল হাসান সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী আব্দুল মাজেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সংগঠনের উপদেষ্টা থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের সাবেক ডিন, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ.ব.ম সাইফুল ইসলাম সিদ্দিকী এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি: ফেরদাউস হাসান, রেজোয়ান হোসেন, আফিফা হুমায়রা, সাব্বির হোসেন, আমান উল্লাহ, খায়রুল ইসলাম ও ইলিয়াস মাহমুদ। যুগ্ম সাধারণ সম্পাদক: মেহেদী হাসান, নূর মোহাম্মদ ও শিপন মিয়া। সাংগঠনিক সম্পাদক: মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক নেয়ামুল ইসলাম প্রান্তর। অর্থ সম্পাদক: এ.এস.এম. মাহবুবুর রহমান। আইন সম্পাদক: মনির হোসেন। দপ্তর সম্পাদক: এস.এম. শাহরীয়ার স্বাধীন। প্রচার সম্পাদক: ওয়াকিফুল ইসলাম। তথ্য ও প্রযুক্তি সম্পাদক: বদরুল হাসান বাঁধন।
ছাত্রী বিষয়ক সম্পাদিকা: তহমিনা পারভীন, উপ-ছাত্রী বিষয়ক সম্পাদিকা মোছা: কণা আক্তার। ক্রীড়া সম্পাদক: মো. সাগর মাহমুদ। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: আবু সাইদ সুজন।

আরও পড়ুনঃ কুড়িগ্রামের চিলমারী-রাজিবপুর নৌপথে আবারও ডাকাতি, যাত্রীদের মধ্যে আতঙ্ক

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ইসহাক হোসেন সুমন, রাকিবুল হাসান, মাইশা ফারজানা, তারিকুল ইসলাম, হৃদয় রানা ও আবু হাসান আব্দুল্লাহ।

উল্লেখ্য, জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠালগ্ন থেকেই জামালপুর থেকে আগত শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন সমাজসেবামূলক ও সহযোগিতামূলক কাজ করে আসছে।