spot_img

― Advertisement ―

spot_img

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কুবিতে মশাল মিছিল

কুবি প্রতিনিধি: তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠন ‘উত্তরবঙ্গ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসনিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে পুলিশে সোপর্দ

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে পুলিশে সোপর্দ

কুবি প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক আহ্বায়ক মাহমুদুর রহমান মাসুমকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে ছাত্র-জনতা। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা সদরে ভিক্টোরিয়া কলেজের পাশে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, “তাকে পূর্বের মামলায় গ্রেফতার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে শিগগিরই আদালতে পাঠানো হবে।”

গত বছরের ২৯ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্র আন্দোলন চত্বরে চলমান আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে মাহমুদুর রহমান মাসুমের বিরুদ্ধে। এছাড়াও একাধিক মামলার আসামি তিনি।

আরও পড়ুনঃ কুড়িগ্রামের উলিপুরে দুস্থ বৃদ্ধার বসতভিটা দখল, থানায় অভিযোগ

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে মাসুম ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তিনি দমনপীড়নের অন্যতম পরিকল্পনাকারী ছিলেন। অবশেষে সাধারণ ছাত্র-জনতা তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়।

প্রশাসন জানিয়েছে, তার বিরুদ্ধে থাকা সব মামলা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।