ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে রাকিব আহমেদকে আহ্বায়ক ও সিরাজুল ইসলামকে সদস্য সচিব করে ৭৩ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে আগামী ছয় মাসের জন্য কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শাহেদ হোসেন। মুখপাত্রের দায়িত্বে রয়েছেন মো. মাইনুল ইসলাম, সহ-মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জাহিদুল ইসলাম ও শারমিলা জামান সেঁজুতি।
আরও পড়ুনঃ সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ
এছাড়া, কমিটিতে ১৫ জনকে যুগ্ম আহ্বায়ক, ১৪ জনকে যুগ্ম সদস্য সচিব, ৮ জনকে সংগঠক এবং ৩২ জনকে সাধারণ সদস্য করা হয়েছে।