spot_img

― Advertisement ―

spot_img

সাজিদের খুনিদের বের করতে না পারা ইন্টেরিমের ব্যর্থতা: ইবি ছাত্রশিবির সভাপতি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেছেন,ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদকে হত্যার ৯৩ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত খুনিদের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজুলাই আন্দোলনে শহীদ রিজভীর স্মরণে ইবিতে আলোকচিত্র প্রদর্শনী

জুলাই আন্দোলনে শহীদ রিজভীর স্মরণে ইবিতে আলোকচিত্র প্রদর্শনী

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ মাহমুদুল হাসান রিজভীর স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে প্রাচীন বাংলার জনপদ, ব্রিটিশ আমলের ইতিহাস, ৫২’র ভাষা আন্দোলন, ৬৯-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর জুলাই আন্দোলনের চিত্র স্থান পেয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রদর্শনীর উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড. নওয়াব আলী। সংগঠনটির সভাপতি মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক নুর আলম, সহ-সভাপতি ওবাইদুর রহমান আনাস ও সাদিয়া মাহমুদ মিমসহ অন্যান্য সদস্যরাও এতে অংশ নেন।

উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা ও আলোকচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে দর্শনার্থীরা প্রদর্শিত চিত্র দেখে ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে জানার সুযোগ পান। এ বিষয়ে ছাত্র ইউনিয়নের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “প্রদর্শিত চিত্রগুলো ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। আমাদের লক্ষ্য, নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানো এবং অতীত থেকে শিক্ষা নেওয়ার সুযোগ করে দেওয়া।”

আরও পড়ুনঃ বসন্তের আগমনী বার্তায় রাজশাহী কলেজে রঙিন আলপনা

প্রদর্শনী পরিদর্শন শেষে উপ-উপাচার্য অধ্যাপক ড. এয়াকুব আলী বলেন, “ছাত্র ইউনিয়ন চমৎকার একটি আয়োজন করেছে। এতে দুর্লভ কিছু ছবি প্রদর্শিত হয়েছে, যা আমাদের ইতিহাসের নানা অধ্যায়কে তুলে ধরেছে। ৫২’র ভাষা আন্দোলন থেকে শুরু করে ২৪-এর জুলাই বিপ্লবের যে চিত্রগুলো এখানে স্থান পেয়েছে, তা সত্যিই আকর্ষণীয়। তবে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের চিত্র যোগ করলে এটি আরও সমৃদ্ধ হতো।”

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে পুলিশের গুলিতে মাথায় বিদ্ধ হয়ে শহীদ হন মাহমুদুল হাসান রিজভী। তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার চরকিং ইউনিয়নের বাসিন্দা ছিলেন এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উত্তরা থানা শাখার সদস্য ছিলেন।