spot_img

― Advertisement ―

spot_img

ইবির অফিসিয়াল ফেসবুক পেইজের উদ্বোধন, ভুয়া পেইজে বন্ধে হুঁশিয়ারি

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিসিয়াল ফেসবুক পেইজ চালু করা হয়েছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে চারুকলা বিভাগের আয়োজনে বসন্ত উৎসব উদযাপন

ইবিতে চারুকলা বিভাগের আয়োজনে বসন্ত উৎসব উদযাপন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের উদ্যোগে বসন্ত উৎসব উদযাপিত হয়েছে। বসন্তকে বরণ করতে নাচ, গান, কবিতা পাঠ ও চিত্রপ্রদর্শনীসহ নানা কর্মসূচি পালন করেন বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ ও চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. কামরুল হাসান। এছাড়াও উৎসবে বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস.এম. সুইট, শাখা ছাত্রশিবির সভাপতি মাহমুদুল হাসান ও ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসানসহ বিভিন্ন বিভাগের দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বসন্ত উৎসবে নৃত্য, সংগীত ও আবৃত্তির পাশাপাশি শিক্ষার্থীদের চিত্রকর্মের প্রদর্শনী ছিল বিশেষ আকর্ষণ। এসময় শিক্ষার্থীরা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরেন।

আরও পড়ুনঃ রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কুদ্দুস বাবু, সম্পাদক হিরণ

উৎসবে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “চারুকলা একটি শিল্প, যার কাজ হৃদয়কে রঙিন করা। শিল্পীরা সব সময় বসন্তের আনন্দের মধ্যে দিয়ে যায়। আমাদের সবার হৃদয়ে ফুল ফুটুক, সবার মন রঙিন হোক।”