
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী ইসমাইল হোসেন রাহাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের একই বর্ষের সাজ্জাদ সাব্বির।
সোমবার (১৭ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় আয়োজিত সম্মেলন ও ইফতার মাহফিলে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির নেতারা জানিয়েছেন, পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।
সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সাবেক সভাপতি মুহাম্মাদ আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় তথ্য-গবেষণা ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মাদ ফয়জুল ইসলাম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি ডা. এইচ এম মোমতাজুল করীম, মাওলানা মুহাম্মদ রুহুল আমীন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাহিদ হাসান, সায়েম আহমেদ, সাজ্জাতুল্লাহ শেখ এবং শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ।
আরও পড়ুনঃ যাকাতের স্লিপ ভাগাভাগিকে কেন্দ্র করে সংঘর্ষ, কুড়িগ্রামে বিএনপির আটজন আহত
বক্তারা বলেন, ইসলামী ছাত্র আন্দোলন অন্য ছাত্র সংগঠনগুলোর চেয়ে ভিন্ন। সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা সহিংসতার অভিযোগ ওঠেনি। তারা মনে করেন, ইসলামের আদর্শ প্রতিষ্ঠার জন্য ছাত্রসমাজকে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, রমজান মাস সংযম ও তাকওয়া অর্জনের মাস। এই মাসে কুরআন নাজিল হয়েছে, তাই মুসলমানদের উচিত নিজেদের জীবন ইসলামের আদর্শে গড়ে তোলা। সংযম ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষাকে শুধু রমজানেই নয়, সারা বছর ধরে বাস্তবায়ন করা প্রয়োজন। বাংলাদেশের মাটিতে ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন সংগঠনের নেতারা।