spot_img

― Advertisement ―

spot_img

ইবি সিআরসি’র আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী ফল উৎসব

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানো এবং আনন্দে ভরিয়ে তোলার লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন “কাম ফর রোড চাইল্ড (সিআরসি)”...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ছাত্র ইউনিয়নের মানবিক আয়োজন প্রশংসিত

ইবি গুচ্ছ ভর্তি পরীক্ষায় ছাত্র ইউনিয়নের মানবিক আয়োজন প্রশংসিত

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে (সম্মান) ১ম বর্ষের বাণিজ্য অনুষদের সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ভর্তি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইবি সংসদ।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে আটটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ২ নম্বর স্টলে অবস্থান নেয় সংগঠনটি। সেখানে পরীক্ষার্থীদের জন্য কলম সরবরাহ করা হয় এবং অভিভাবকদের জন্য প্রস্তুত করা হয় বিশ্রামাগার, সুপেয় পানির ব্যবস্থা এবং প্রাথমিক চিকিৎসা সেবা।

এছাড়াও, সংগঠনের কার্যক্রম ও পরিচিতি তুলে ধরতে উপহার হিসেবে ছাত্র ইউনিয়নের পরিচিতি লিফলেট প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুইটি একাডেমিক ভবনে গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশের ২০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য প্রদান, মূল্যবান সামগ্রী যেমন ব্যাগ, মোবাইল ও ঘড়ি সংরক্ষণে সার্বক্ষণিক সহযোগিতা করেছে ছাত্র ইউনিয়নের স্বেচ্ছাসেবীরা। পরীক্ষার্থী ও অভিভাবকরা সংগঠনের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

এ বিষয়ে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘব ও শুভেচ্ছা জানানোর উদ্দেশ্যে আমরা একাধিক উদ্যোগ নিয়েছি। বিগত সময়ে ছাত্রলীগের আধিপত্যে অন্য সংগঠনগুলোর কার্যক্রম সীমিত থাকলেও, এবার প্রশাসনের উদ্যোগে সকল সংগঠনের জন্য বুথের ব্যবস্থা করায় সমানভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে, যা প্রশংসার দাবিদার।”

আরও পড়ুনঃ মাভাবিপ্রবিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো গুচ্ছ ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষা

তিনি আরও বলেন, “আমরা পরীক্ষার্থীদের কলম উপহার দিচ্ছি। পাশাপাশি, অভিভাবকদের জন্য বিশ্রামাগার, সুপেয় পানি ও প্রাথমিক চিকিৎসা সেবার ব্যবস্থা করেছি। ছাত্র ইউনিয়নের পরিচিতি উপহার হিসেবে প্রদান করেছি, যাতে তারা আমাদের সম্পর্কে জানতে পারে। এতে আমরা খুব ভালো সাড়া পাচ্ছি।”

ছাত্র ইউনিয়নের এমন দায়িত্বশীল ও মানবিক উদ্যোগ বিশ্ববিদ্যালয়জুড়ে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।