spot_img

― Advertisement ―

spot_img

লাল কাপড়ে মোড়া প্রতিবাদ: শোক দিবস নয়, রক্তক্ষরণের প্রতিচ্ছবি

স্টাফ রিপোর্টার: গত বছরের ২৯ জুলাই, কোটা সংস্কার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতদের স্মরণে সরকার যখন রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে, তখন আন্দোলনকারীরা...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসকুবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুবিতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

কুবি প্রতিনিধিঃ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাধারণ শিক্ষার্থীরা। শুক্রবার (৯ মে) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু হয়ে প্রধান ফটকে গিয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা এ সময় ‘স্বৈরাচার নিষিদ্ধ করতে হবে’, ‘ফাঁসি চাই শেখ হাসিনার’, ‘আওয়ামী লীগের দালাল সাবধান’, ‘মুজিববাদ মূর্তাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘লড়াই করে বাঁচতে চাই’সহ বিভিন্ন স্লোগানে ক্যাম্পাস প্রকম্পিত করেন। বিক্ষোভে উত্তেজনাপূর্ণ বিভিন্ন বক্তব্যও দেন কয়েকজন শিক্ষার্থী।

মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পাভেল রানা বলেন, “বারবার কেন আমাদের রাস্তায় নামতে হবে? কয়েক হাজার শহিদের আর্তনাদ আমাদের কানে আসে, অথচ ইন্টেরিম সরকারের কানে তা পৌঁছায় না কেন? ছাত্রলীগ, যুবলীগ নয়, মানবাধিকার লঙ্ঘনকারী আওয়ামী লীগকেই নিষিদ্ধ করতে হবে।”

কুবি শাখা ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হান্নান রাহিম বলেন, “বিপ্লব কখনো নিয়ম মেনে হয় না। জুলাইয়ের বিপ্লবও নিয়ম মেনে হয়নি। আমরা চাই, কোনো ‘কিন্তু’ ছাড়াই অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা দেওয়া হোক। অন্তবর্তীকালীন সরকারকে আমাদের প্রত্যাশা পরিষ্কার — জবাবদিহিতা করতে হবে, বিচারের ব্যবস্থা করতে হবে।”

আরও পড়ুনঃ সখীপুর কাকড়াজানে ককটেল বিস্ফোরণে আহত ২; আতঙ্কে এলাকাবাসী

এছাড়া বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ ইসলাহী বলেন, “দুই সহস্রাধিক শহিদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে ইন্টেরিম সরকার। নয় মাসে বিচার করতে না পারা প্রশ্ন তোলে সরকারের সদিচ্ছা নিয়েই। আমরা দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা এবং জুলাইয়ের ঘোষণাপত্র দেখতে চাই।”

বিক্ষোভ ঘিরে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।