spot_img

― Advertisement ―

spot_img

ইবির জুলাই বিরোধীদের শাস্তি চায় বিএনপিপন্থী শিক্ষকবৃন্দ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) জুলাই অভ্যুত্থানবিরোধী ভূমিকায় থাকা ৩০ জন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও ৩৩জন ছাত্রলীগ নেতাকে বহিস্কারের সিদ্ধান্ত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসশহীদ জিয়া আমাদের আত্মপরিচয়ের বাহকঃ ইবি উপাচার্য 

শহীদ জিয়া আমাদের আত্মপরিচয়ের বাহকঃ ইবি উপাচার্য 

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের আত্মপরিচয়ের বাহক। সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে তিনি আমাদের ধর্মীয় বিশ্বাসকে আইনের মাধ্যমে রাষ্ট্রীয় পরিচয়ে প্রতিষ্ঠা করেছেন। তিনি ছিলেন একজন রাষ্ট্রসংস্কারক, যিনি মানুষকে বিবেক, কর্ম এবং উন্নয়নের পথে নেতৃত্ব দিয়েছেন।” — এমন মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

বুধবার (২৮ মে) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি করিডোরে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদত বার্ষিকী উপলক্ষে জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, “শহীদ জিয়া এক ক্রান্তিকালে দেশের দায়িত্ব নিয়ে সবুজ বিপ্লবের নেতৃত্ব দিয়েছেন। নিজ হাতে মাটি কেটে, কৃষক-শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তিনি দেশের উন্নয়নে নিজেকে যুক্ত করেছেন। তিনি কেবল প্রশাসনিক নেতা ছিলেন না, ছিলেন বিবেকের নেতা—যিনি মানুষের হৃদয়ে কাজ করতে পেরেছেন। তাঁর রাষ্ট্র পরিচালনার আদর্শ ছিল সময়ের চেয়ে এগিয়ে থাকা। আজকের সময়ের যেসব উন্নয়ন ভাবনা, তিনি অনেক আগেই সেগুলোর বাস্তব ভিত্তি স্থাপন করে গেছেন।”

তিনি আরও বলেন, “জিয়াউর রহমানের দর্শন ছিল দুর্নীতিমুক্ত, জনগণকেন্দ্রিক শাসন। আমরা তার সেই আদর্শ ধারণ করে দায়িত্ববান নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে চাই। তার আত্মার মাগফেরাত কামনা করছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের সভাপতি আলাউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম। প্রধান আলোচক ছিলেন জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেন।

আরও পড়ুনঃ লক্ষ্মীপুরে অনুমোদনহীন পশুখাদ্য বিক্রির অভিযোগে জরিমানা ও জব্দ অভিযান

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশরাফী, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সেক্রেটারি অধ্যাপক ড. রফিকুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক ওয়ালিদ হাসান পিকুলসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্রদলের নেতাকর্মীরা।

আলোচনা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।