
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (৩১ মে) সারা দেশের মতো রাজশাহী কলেজেও অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এ ভর্তি পরীক্ষা সারাদেশে ১৩৭টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়।
দেশসেরা এই শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষাটি নির্বিঘ্নে সম্পন্ন করতে শুরু থেকেই রাজশাহী কলেজ কর্তৃপক্ষের তৎপরতা ছিল নজরকাড়া। পরীক্ষার্থীদের প্রবেশ, কক্ষবণ্টন, প্রশ্নপত্র বিতরণ, নিরাপত্তা ও পরিবেশ সব কিছুতেই ছিল সুশৃঙ্খল ও পরিকল্পিত ব্যবস্থাপনা। পরীক্ষার পর শিক্ষার্থীদের মুখে প্রশংসার ঝর।
চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা পরীক্ষার্থী মাহমুদা পারভীন বলেন, “স্টেশন থেকে কলেজ পর্যন্ত ছাত্রসংগঠনগুলোর বাইক সার্ভিস খুবই উপকারী ছিল। তারা পথনির্দেশনা দিয়েছে, সহযোগিতাও করেছে।” বগুড়া থেকে আসা তানভীর হাসান জানান, “কলেজে প্রবেশের পরেই পানির ব্যবস্থা, কলম ও দিকনির্দেশনার জন্য আলাদা স্টল পেয়েছি। এতে মানসিক চাপ অনেক কমে গেছে।”
পাবনা থেকে আসা সাবরিনা হক বলেন, “ইসলামী ছাত্রী সংস্থা ও অন্যান্য সংগঠনের সহযোগিতায় আমি অনেকটাই স্বস্তিতে পরীক্ষা দিতে পেরেছি। মনে হয়েছে পরিবারের কেউ পাশে রয়েছে।” সিরাজগঞ্জ থেকে আগত জোবায়ের আহমেদ বলেন, “প্রশ্নপত্র মোটামুটি সহজ ছিল, পরিবেশও শান্তিপূর্ণ। আশা করি রাজশাহী কলেজেই ভর্তি হতে পারব।”
পরীক্ষার্থীদের সহায়তায় সক্রিয়ভাবে এগিয়ে আসে রাজশাহী কলেজ শাখার বিভিন্ন ছাত্রসংগঠন। কলেজ প্রাঙ্গণে তারা বসিয়েছিল একাধিক সহায়তা স্টল। ছিল ফ্রি পানি, কলম বিতরণ, আসন খোঁজার সহায়তা, তথ্যকেন্দ্র ও বাইক সার্ভিস। এসব উদ্যোগ অভিভাবকদের মধ্যেও প্রশংসা কুড়িয়েছে।
নাটোর থেকে আসা মো. আজিজুল হক বলেন, “অভিভাবকদের বসার ব্যবস্থাও ছিল। সময়টা স্বস্তিতে কেটেছে।” আরেক অভিভাবক শাহনাজ বেগম বলেন, “ছাত্রদের পক্ষ থেকে যেভাবে সহযোগিতা পেয়েছি, তা সত্যিই প্রশংসনীয়।”
আরও পড়ুনঃ দীর্ঘ আট বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আজ, অংশ নিচ্ছেন প্রায় সাড়ে ৫ লাখ শিক্ষার্থী
রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির বলেন, “এটা ছাত্ররাজনীতির সময় নয়, মানবিকতার সময়। আমরা শিক্ষার্থীদের পাশে থাকার জন্যই কাজ করেছি।” ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান মাসুম বলেন, “আমাদের দায়িত্ব মনে করেই আমরা সেবা দিয়েছি। এটা আমাদের সামাজিক দায়বদ্ধতা।”
এ বছর রাজশাহী কলেজে ২৪টি বিভাগের ৪,২৪০টি আসনের বিপরীতে ১৫,৮৫৭ জন শিক্ষার্থী আবেদন করেন। এরমধ্যে বিজ্ঞান বিভাগে ৮৮০টি আসনের জন্য ৮,৮৪২ জন, মানবিক বিভাগে ২,৪৫৫টি আসনের জন্য ৫,৬৯৫ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯০৫টি আসনের জন্য ১,৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষার্থীদের নিরাপত্তা, সুশৃঙ্খলতা ও সহযোগিতার দিক থেকে রাজশাহী কলেজ এবারও জাতীয় পর্যায়ে একটি অনন্য উদাহরণ সৃষ্টি করেছে বলে মনে করছেন অভিভাবক ও সংশ্লিষ্টরা।