
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালির (আবির) নেতৃত্বে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, আহ্বায়ক কমিটির সদস্য কাফি, ছাত্রনেতা সামিউল ইসলাম শিমুল, শরিফুল ইসলাম সৌরভ, জুবায়ের রশিদ, রুহুল আমিনসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
আহ্বায়ক খালিদ বিন ওয়ালির বলেন, “৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে সারাদেশে ছাত্রদল নানা জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। তারই অংশ হিসেবে আমরা আজ বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষায় সচেতনতা ছড়িয়ে দিতে চাচ্ছি।”
তিনি আরও বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পাঁচ বছরের মধ্যে সারাদেশে ৫০ কোটি গাছ লাগানোর যে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন, আমরা সেই পরিকল্পনার বাস্তবায়নে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের পক্ষ থেকে এই কর্মসূচি পালন করছি।”
আরও পড়ুনঃ সড়কে প্রাণ গেল ইবি শিক্ষার্থীর, আহত ২
বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাছ লাগানো হয়। কলেজ প্রশাসনিক ভবনের পেছনে পলাশ ফুল, ইংরেজি বিভাগের সামনে দুটি মেহগনি গাছ এবং কলেজের কেন্দ্রীয় মসজিদের পেছনে একটি মেহগনি গাছ রোপণ করা হয়।
ছাত্রদলের নেতারা বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সবুজায়নের লক্ষ্যে তারা এই কর্মসূচিকে আরও বিস্তৃত করার পরিকল্পনা করছেন। কলেজের শিক্ষার্থীরাও এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।