
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ‘আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ’ বিভাগের নাম পরিবর্তন করে ‘আল-ফিকহ অ্যান্ড ল’ (Department of Al-Fiqh and Law/ قسم الفقه والقانون ) করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৩০ জুন) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
অফিস সূত্রে জানা গেছে, গত ২৬ মে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ১৩০তম সভায় উত্থাপিত প্রস্তাবের সিদ্ধান্ত ১৯(খ) এবং ৩১ মে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৬৮তম সভার প্রস্তাব ও সিদ্ধান্ত ০৩ অনুযায়ী এই নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সিন্ডিকেট সভায় অনুমোদনের পর যেসব শিক্ষার্থীর ডিগ্রি প্রদান করা হবে, তাদের ক্ষেত্রে নতুন নামেই বিভাগ উল্লেখ করা হবে।
আরও পড়ুনঃ ইবির সমকামী সেই শিক্ষক অপসারণ
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, আন্তর্জাতিক প্রেক্ষাপটে আরও গ্রহণযোগ্যতা এবং বিষয়বস্তুর আধুনিক রূপায়ণের উদ্দেশ্যে বিভাগটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পূর্বের শিক্ষার্থীদের ডিগ্রিতে নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
এই সিদ্ধান্তে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই এটিকে সময়োপযোগী ও আধুনিকীকরণের অংশ হিসেবে দেখছেন।