
ইকরাম হাছান, তিতুমীর কলেজ প্রতিনিধিঃ রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজকে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে বিক্ষোভে ফেটে পড়েছেন শিক্ষার্থীরা।
রবিবার (২০ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিট থেকে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষের কক্ষের সামনে অবস্থান নিয়ে তারা এই প্রতিবাদ কর্মসূচি শুরু করেন।
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, তিতুমীর কলেজের রয়েছে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস ও স্বতন্ত্র সাংস্কৃতিক ঐতিহ্য। এটি অন্য কোনো শিক্ষা কাঠামোর অধীনে গেলে কলেজটির নিজস্বতা ও ঐতিহাসিক মর্যাদা মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে। শিক্ষার্থীদের ভাষায়, “এই প্রতিষ্ঠান শুধু একটি কলেজ নয়— এটি আমাদের পরিচয়ের প্রতীক। কোনোভাবেই আমরা আমাদের স্বকীয়তা হারাতে পারি না।”
একজন শিক্ষার্থী বলেন, “আমরা সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী। আমাদের একটি আলাদা পরিচয় রয়েছে। সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে গেলে সেই পরিচয় বিলীন হয়ে যাবে।”
আরেকজন শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শিক্ষার্থীদের কোনো মতামত ছাড়াই। এটি চরম অবিচার। আমাদের দাবি— এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।”
আরও পড়ুনঃ রাজনৈতিক দলকে বাস সরবরাহের দাবিতে পোস্ট, সেনাবাহিনীর নামে ভুয়া পোস্ট ছড়ানোয় প্রতিবাদ
বিক্ষোভরত শিক্ষার্থীরা “রাষ্ট্রের দ্বিচারিতা, ধিক্কার ধিক্কার!”, “আমাদের সংগ্রাম চলছে, চলবে!”— এমন বিভিন্ন স্লোগানে কলেজ প্রাঙ্গণ মুখরিত করে তোলে।
এদিকে কলেজ প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অধ্যক্ষের কক্ষ ঘেরাও করে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় পরিস্থিতি কিছুটা উত্তপ্ত থাকলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।