spot_img

― Advertisement ―

spot_img

খুবির ভর্তি পরীক্ষা নিজস্ব পদ্ধতিতে, তারিখ নিয়ে সিদ্ধান্ত এই সপ্তাহে

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় ও তারিখ এখনো নির্ধারণ করা হয়নি। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, এবারও তারা নিজস্ব পদ্ধতিতেই ভর্তি পরীক্ষা...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসবেরোবিতে বৃক্ষরোপণ কর্মসূচি: ‘জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব’ উদযাপন

বেরোবিতে বৃক্ষরোপণ কর্মসূচি: ‘জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব’ উদযাপন

ফারজানা আক্তার, বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ‘জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উত্তর গেটের সামনে এই কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। রূপালী ব্যাংক রংপুর জোনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বনজ ও ফলদ বৃক্ষের চারা রোপণের মাধ্যমে ক্যাম্পাসে পরিবেশবান্ধব উদ্যোগের সূচনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর-রশিদ, রূপালী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল মোতলেব হোসেন প্রামাণিক, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার এ. কে. এম. ফেরদৌস, সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ মোশাররফ হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

আরও পড়ুনঃ ইবিতে ‘জুলাই-আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

কর্মসূচির মাধ্যমে শুধু ‘জুলাই পুনর্জাগরণ’-এর আদর্শই তুলে ধরা হয়নি, বরং একটি টেকসই ও বাসযোগ্য ভবিষ্যৎ নির্মাণে তারুণ্যের ভূমিকা ও দায়িত্ববোধও প্রতিফলিত হয়েছে। সবুজ ক্যাম্পাস গঠনের এই প্রয়াস শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একটি মানবিক ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে ভূমিকা রাখবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।