
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দুপুর ১টায় বিভাগের বিভাগীয় প্রধান মোসা. নাসিমা খাতুনের সভাপতিত্বে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ফুল, কোর্ট ফাইল ও শুভেচ্ছা বার্তার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলিসহ বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মু. যহুর আলী বলেন, “তোমরা জেন-জি এর সদস্য, যারা সত্যিই আমাদেরকে অবাক করেছো। আমরা সবসময় তোমাদের কল্যাণে কাজ করছি। তোমরা গবেষণা করবে, নতুন কিছু আবিষ্কার করবে, সেটাই আমাদের প্রত্যাশা। বর্তমানে লোকবল সংকটের কারণে গবেষণা কার্যক্রম কিছুটা বন্ধ রয়েছে, তবে শিগগিরই তা পুনরায় চালুর আশা করছি।”
আরও পড়ুনঃ খুবিতে ডাটা জার্নালিজম বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে নির্দেশনামূলক বক্তব্যে উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইব্রাহিম আলী বলেন, “যারা কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারোনি, তারা হতাশ না হয়ে রাজশাহী কলেজকে আপন করে নাও। কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণে এগিয়ে যাও। অপূর্ণ স্বপ্নের চেয়ে আরও বড় কিছু অর্জন তোমাদের জন্য অপেক্ষা করছে।”
তিনি শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন মেনে চলার পরামর্শ দেন এবং নতুন উদ্যমে পড়াশোনায় মনোনিবেশ করতে উৎসাহিত করেন।
উল্লেখ্য, এর আগে ১ম বর্ষের ক্লাস শুরু হলেও নবীন বরণের মাধ্যমে আগামীকাল থেকে নিয়মিত ক্লাস আনুষ্ঠানিকভাবে শুরু হবে।