
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ নারী শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ, চিকিৎসা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আর্থিক সঙ্কটে থাকা শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্য নিয়ে রাজশাহী কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প।
বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা রাজশাহী কলেজ শাখার উদ্যোগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে বুধবার (৩ সেপ্টেম্বর) পর্যন্ত।
দুই দিনের এই আয়োজনে নারী শিক্ষার্থীরা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাচ্ছেন। দন্ত্য, চর্ম, গাইনী ও যৌন স্বাস্থ্যসহ নানা শারীরিক সমস্যার সমাধানে উপস্থিত ছিলেন অভিজ্ঞ নারী চিকিৎসকরা। এছাড়া আলাদা ওষুধ কর্নার থেকে চিকিৎসা শেষে শিক্ষার্থীদের হাতে প্রয়োজনীয় ওষুধ তুলে দেওয়া হচ্ছে।
চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীরা জানিয়েছেন স্বস্তি ও সন্তুষ্টির কথা। দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, “আমরা মেয়েরা অনেক সময় শারীরিক সমস্যার কথা কাউকে বলতে পারি না। কিন্তু এখানে নারী ডাক্তারদের কাছে সহজেই বলতে পারছি, আর বিনামূল্যে ওষুধও পাচ্ছি। আমাদের মতো শিক্ষার্থীদের জন্য এটি সত্যিই বড় সহায়তা।”
তৃতীয় বর্ষের ছাত্রী নাহিদা সুলতানা বলেন, “অনেক দিন চর্মরোগে ভুগছিলাম। এখানে চিকিৎসকরা আন্তরিকভাবে শুনেছেন এবং সঠিক চিকিৎসা দিয়েছেন। টাকা খরচ ছাড়াই এমন সেবা পাওয়া সত্যিই আশ্চর্যজনক। আমি বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানাই।”
বিনামূল্যে চিকিৎসা সেবায় অংশ নেওয়া ইসলামি ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের প্রভাষক ও দন্ত্য চিকিৎসক ডা. সিরাজা মুনিরা বলেন, “বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থার এই আয়োজন সত্যিই প্রশংসনীয়। নারী শিক্ষার্থীদের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত সময়োপযোগী উদ্যোগ। পাশাপাশি আগামী সাত দিন আমাদের হাসপাতালে শিক্ষার্থীরা বিশেষ ছাড়ে চিকিৎসা নিতে পারবেন।”
আরও পড়ুনঃ বিদ্যমান গবেষণা নীতি বাতিল ও নতুন নীতিমালা প্রনয়ন চায় ইবির ছাত্র ইউনিয়ন
রাজশাহী কলেজ প্রাঙ্গণে দুই দিন যেন এক ভিন্ন আবহ তৈরি হয়েছে। শিক্ষার্থীদের ভিড়ে ক্যাম্প মুখরিত হয়ে উঠেছে আস্থা ও কৃতজ্ঞতার আবহে। অনেকেই মনে করছেন, ছাত্রীসংস্থার এই আয়োজন অন্য ছাত্র সংগঠনের জন্যও অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।
এ বিষয়ে বাংলাদেশ ইসলামি ছাত্রীসংস্থা রাজশাহী কলেজ শাখার সভানেত্রী মোসাঃ জোবায়দা জারা বলেন, “আমরা চাই নারী শিক্ষার্থীরা শুধু শিক্ষায় নয়, সুস্বাস্থ্য ও মানসিক প্রশান্তিতেও সমৃদ্ধ হোক। এ জন্যই এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। আমাদের বিশ্বাস, এই উদ্যোগ শিক্ষার্থীদের স্বাস্থ্য সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের মানবিক কার্যক্রম নিয়মিতভাবে চালিয়ে যাবেন।