
তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছয়টি আবাসিক হলের প্রভোস্টদের মেয়াদ শেষ হওয়ায় তাদের পুনঃনিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।
আদেশ অনুযায়ী, শাহ আজিজুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. এটিএম মিজানুর রহমান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, উম্মুল মুমিনীন আয়েশা সিদ্দিকা হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম রশিদুজ্জামান, বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট অধ্যাপক ড. জালাল উদ্দিন এবং জুলাই-৩৬ হলের প্রভোস্ট অধ্যাপক ড. এ কে এম শাসছুল হক ছিদ্দিকীর বর্তমান মেয়াদ ২৭ সেপ্টেম্বর শেষ হয়। এরপর ২৮ সেপ্টেম্বর থেকে তাদের পুনঃনিয়োগ দেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
আরও পড়ুনঃ বিদ্যানন্দের “১০ টাকার হাট”— সম্প্রীতির অনন্য উদাহরণ : ডা. শাহাদাত
অন্যদিকে, শহীদ আনাস হলের প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল কাদেরের মেয়াদ ২৯ সেপ্টেম্বর শেষ হবে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে তাকেও পুনঃনিয়োগ দিয়েছেন উপাচার্য।
প্রসঙ্গত, জুলাই বিপ্লবের পর বিশ্ববিদ্যালয়ের পূর্ববর্তী হল প্রভোস্টরা পদত্যাগ করলে নতুন উপাচার্য দায়িত্ব গ্রহণের পর তাদের এক বছরের জন্য নিয়োগ দিয়েছিলেন। সেই মেয়াদ শেষ হওয়ায় এবার পুনরায় দায়িত্ব দেওয়া হলো।