
মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)-এর ২০২৫–২৬ সেশনের সহযোগী সদস্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে দুই দিনব্যাপী মৌখিক পরীক্ষা (ভাইভা) সম্পন্ন হয়েছে।
বুধবার ও বৃহস্পতিবার (২২ ও ২৩ অক্টোবর) রাজশাহী কলেজের হাজি মুহাম্মদ মহসিন ভবনের ১০৩ নম্বর কক্ষে এই মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সাংবাদিকতায় আগ্রহী তরুণ শিক্ষার্থীদের যোগ্যতা ও মনন যাচাইয়ের লক্ষ্যে আয়োজিত এই ভাইভায় কলেজের বিভিন্ন বিভাগ থেকে অংশ নেন মোট ৬৫ জন শিক্ষার্থী। অংশগ্রহণকারীদের উপস্থিত বুদ্ধি, সংবাদ সংগ্রহের আগ্রহ, বাস্তব অভিজ্ঞতা, ও গণমাধ্যমে ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে প্রশ্নোত্তরের মাধ্যমে মূল্যায়ন করা হয়।
দুই দিনব্যাপী এই মৌখিক পরীক্ষার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সভাপতি আবু সাইদ রনি এবং সাধারণ সম্পাদক আব্দুল আলিম। ভাইভা বোর্ডে উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষক উপদেষ্টা ও দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সৈয়দ আলী আহসান, সাবেক সভাপতি শেখ রহমত উল্লাহ, শামসুননাহার সুইটি ও বাবর মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাদিসুর রহমান, রাজশাহীর বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ওয়ালিউর রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক জুলইকরাম ফেরদৌস ইবতিদা, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক আল সাকিব, দপ্তর সম্পাদক শাহাদত হোসেন, তথ্য ও প্রচার সম্পাদক মো. মুজাহিদুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুনঃ মদের বোতল হাতে ইবি শিক্ষক, ভিডিও ভাইরাল — ক্যাম্পাসজুড়ে সমালোচনার ঝড়
এছাড়া সংগঠনের নির্বাহী সদস্য, প্রাক্তন সদস্য এবং বর্তমান সহকর্মীরাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে পুরো আয়োজনটিকে প্রাণবন্ত করে তোলেন। সারাদিনজুড়ে ভাইভা কক্ষে ছিল উৎসবমুখর পরিবেশ — কখনো শিক্ষার্থীদের উত্তেজনা, কখনো হাস্যরস, আবার কখনো আত্মবিশ্বাসে ভরপুর উত্তর যেন ভবিষ্যৎ সাংবাদিকতার এক নতুন দিগন্তের ইঙ্গিত দিচ্ছিল।
উল্লেখ্য, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি দীর্ঘদিন ধরে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের সাংবাদিকতা, গণযোগাযোগ ও সংবাদ লেখার প্রশিক্ষণ দিয়ে আসছে। প্রতি বছর সংগঠনটি নতুন সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ কর্মশালা, সংবাদ রচনা প্রতিযোগিতা ও বিভিন্ন গণমাধ্যম সংশ্লিষ্ট কার্যক্রমের আয়োজন করে থাকে।