
খুলনা প্রতিনিধিসায়মা আনান প্রমি, খুবি প্রতিনিধিঃ তরুণ শিক্ষার্থীদের নেতৃত্বগুণ বিকাশ ও আত্মোন্নয়নকে উৎসাহিত করতে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অনুপ্রেরণামূলক সেমিনার ‘লার্ন টু লিড’।
গত রবিবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের ইউআরপি লেকচার থিয়েটারে হাল্ট প্রাইজ অ্যাট খুলনা ইউনিভার্সিটির উদ্যোগে এবং ইউনিলিভার বাংলাদেশের সহযোগিতায় আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের প্রফেসর ড. মুহাম্মদ নুরুন্নবী। এছাড়া ইউনিলিভারের পক্ষে উপস্থিত ছিলেন সিডি অপারেশনস অ্যান্ড এক্সেলেন্স ডিরেক্টর তাফিজুল ইসলাম পিয়াল, ক্লাস্টার হেড (দক্ষিণ) ওয়ালিউর রহমান, খুলনা এরিয়া ম্যানেজার নাহিদ খন্দকার, বরিশাল এরিয়া ম্যানেজার রশিদ আনজুম রাব্বী, সিনিয়র টেরিটরি ম্যানেজার শফিউল্লাহ নাঈম, গোপালগঞ্জ টেরিটরি ম্যানেজার ইমতিসার আনিস এবং ইউএলআইপি এইচআর সাবিয়া খান আরোরা।
সেমিনারে বক্তারা তাদের পেশাগত অভিজ্ঞতা ও বাস্তব জীবনের গল্পের মাধ্যমে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন। প্রধান অতিথি প্রফেসর ড. নুরুন্নবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “নেতা মানে শুধু নির্দেশ দেওয়া নয়, বরং দৃষ্টান্ত স্থাপন করা। কাজের প্রতি সততা ও দলের প্রতি দায়বদ্ধতা একজন মানুষকে প্রকৃত নেতা করে তোলে।” তিনি আরও যোগ করেন, “প্রতিযোগিতামূলক এই বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের মানসিকতা অর্জন করতে হবে।”
আরও পড়ুনঃ ইবি শিক্ষকের কুরুচিপূর্ণ মন্তব্যের অডিও ভাইরাল, সমালোচনার মুখে দুঃখ প্রকাশ
ইউনিলিভারের এক্সিলেন্স ডিরেক্টর তাফিজুল ইসলাম পিয়াল বলেন, “একজন নেতা হতে শুধু ডিগ্রি নয়, প্রয়োজন ইতিবাচক মনোভাব, ব্যর্থতা থেকে শেখার মানসিকতা ও দলের প্রতি পূর্ণ দায়বদ্ধতা। আমাদের প্রতিটি ব্যর্থতাই ভবিষ্যতের সাফল্যের পথ তৈরি করে।”
খুলনা বিশ্ববিদ্যালয়ের ‘হাল্ট প্রাইজ’-এর ক্যাম্পাস ডিরেক্টর ও ইউনিলিভারের স্পার্ক নওরিন হক বলেন, “‘লার্ন টু লিড’ আয়োজনের মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের সম্ভাবনাকে জাগিয়ে তোলা। আমরা চাই, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু চাকরিপ্রার্থী নয়, বরং উদ্যোক্তা ও পরিবর্তনকারী হিসেবে নিজেদের গড়ে তুলুক।”
সেমিনারের শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা অতিথিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। দিনব্যাপী এই আয়োজনকে ঘিরে ছিল শিক্ষার্থীদের ব্যাপক উৎসাহ ও প্রাণচাঞ্চল্য, যা ভবিষ্যতের নেতৃত্বগুণ বিকাশে নতুন অনুপ্রেরণা যোগাবে বলে মনে করছেন আয়োজকরা।



