spot_img

― Advertisement ―

spot_img

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজশাহী কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ “বিপর্যয় ও জরুরি পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে রাজশাহী কলেজে বিক্ষোভ, লং মার্চের ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত ফি আদায়ের অভিযোগে রাজশাহী কলেজে বিক্ষোভ, লং মার্চের ঘোষণা

মোঃ মুজাহিদুল ইসলাম, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের অতিরিক্ত ফি বৃদ্ধির প্রতিবাদে রাজশাহী কলেজে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

বুধবার (২৯ অক্টোবর) বেলা ১২টার দিকে কলেজ প্রশাসন ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ বিক্ষোভে ফি প্রত্যাহারের দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজশাহী কলেজ চত্বর।

সমাবেশে শিক্ষার্থীরা স্লোগান তোলেন— “সিন্ডিকেটের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও”, “শিক্ষার্থীদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”, “ভিসির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন” ইত্যাদি।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাফিজ সরকার বলেন, “যেভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ফি বাড়িয়েছে, সেভাবে শিক্ষার মান বাড়েনি। শুধু ফি বাড়িয়ে শিক্ষার্থীদের রক্ত চোষার মতো আচরণ করা হচ্ছে। এখন মনে হচ্ছে এটি আর ‘জাতীয় বিশ্ববিদ্যালয়’ নয়, বরং ‘জাতীয় বাণিজ্য বিশ্ববিদ্যালয়’ হয়ে গেছে।”

শিক্ষার্থীদের অভিযোগ, বর্তমানে তৃতীয় বর্ষে প্রায় পাঁচ লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। এই হিসাবে বিশ্ববিদ্যালয়ের আয় দাঁড়াচ্ছে প্রায় ৫০ কোটি টাকা, অথচ কলেজগুলোকে প্রণোদনা বাবদ বরাদ্দ দেওয়া হচ্ছে মাত্র ২০ কোটি টাকা।

ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী নিশাত তাসনিম বলেন, “বাংলাদেশের মোট উচ্চশিক্ষার্থীর ৭০ শতাংশই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। অথচ শিক্ষার্থীর পেছনে মাথাপিছু বরাদ্দ মাত্র ৭৯৫ টাকা। প্রতিবছর জাতীয় বিশ্ববিদ্যালয় সরকারকে ১০০ কোটি টাকারও বেশি ভ্যাট প্রদান করে। এত কম বরাদ্দে মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব নয়, বরং সংস্কারের নামে শিক্ষার্থীদের ওপর চাপানো হয়েছে বাড়তি ফি।”

আরও পড়ুনঃ নারীর পোশাক নিয়ে কটুক্তিকারী শিক্ষকের বিচারসহ ৫ দাবিতে ইবি শিক্ষার্থীদের স্মারকলিপি 

তিনি আরও বলেন, “২০২৩ সালের এক প্রতিবেদনে দেখা গেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবারের গড় মাসিক আয় মাত্র ১০ হাজার টাকা। এই আয়ের পরিবারগুলোর জন্য বর্তমান ফি কাঠামো সম্পূর্ণ অযৌক্তিক ও অসহনীয়।”

সমাবেশ থেকে শিক্ষার্থীরা ঘোষণা দেন, আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় রাজশাহী জিরোপয়েন্ট থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কার্যালয় অভিমুখে লং মার্চ অনুষ্ঠিত হবে। রাজশাহী অঞ্চলের অধিভুক্ত সব কলেজের শিক্ষার্থীদের এতে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়।

বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সংখ্যা ২২০০-এর বেশি এবং শিক্ষার্থী সংখ্যা প্রায় ৩০ লাখ। দেশের সর্ববৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অব্যবস্থাপনা, সেশনজট ও আর্থিক জটিলতায় ভুগছে। সাম্প্রতিক ফি বৃদ্ধির সিদ্ধান্তে শিক্ষার্থীদের ক্ষোভ নতুন করে বিস্ফোরিত হয়েছে। তাদের দাবি— শিক্ষা নয়, চলছে আর্থিক শোষণের এক প্রাতিষ্ঠানিক রূপ।